বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

জাদুঘরে প্রদর্শিত শিল্পকর্ম খেয়ে ফেললেন দর্শনার্থী!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ৩রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত।

দক্ষিণ কোরিয়ার সিউলে শিল্পকর্মের একটি কলা খেয়ে ফেলেছেন এক জাদুঘর দর্শনার্থী। খাওয়ার পর কলার ছোলাটি আবার সেই জায়গায় লাগিয়ে দেন তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

অভিযুক্ত ওই দর্শনার্থী বলেন, সকালের খাবার না খেয়ে বের হওয়ায় তিনি ক্ষুধার্ত ছিলেন। এ কারণেই তিনি ডাক্ট-টেপ দিয়ে আটকে রাখা কলাটি খুলে খেয়ে ফেলেছেন। পরে তিনি কলার খোসাটি আবার সেখানে সেঁটে দেন। তিনি নিজেও শিল্পকলা নিয়ে পড়ালেখা করছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাউরিজিও ক্যাটেলানের তৈরি করা ওই শিল্পকর্মটির নাম 'কমেডিয়ান'। শিল্পকর্মটিতে একটি পাকা কলা দেয়ালে ডাক্ট-টেপের সাহায্যে লাগানো ছিল।

এ ব্যাপারে লিওম মিউজিয়াম অফ আর্টকে বিবিসির পক্ষ থেকে ইমেইল করা হলে তারা কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে, তারা ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করবে না বলে গণমাধ্যমকে জানিয়েছে।

আরো পড়ুন: কোলে তুলে দোল খাওয়ানোর চাকরিতে বেতন ২৬ লাখ টাকা

শিল্পকর্মটিতে প্রদর্শিত কলা প্রতি দুই বা তিন দিন পরপর প্রতিস্থাপন করা হয় বলে জানা গেছে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, নোহ দেয়াল থেকে কলা তুলে নেওয়ার সময় ‘এক্সকিউজ মি’ চিৎকার শোনা যায়। তবে তিনি তাতে সাড়া না দিয়ে খেতে শুরু করেন এবং সাথে সাথে রুমটি সম্পূর্ণ নীরব হয়ে যায়।

তারপরে তিনি খোসাটি দেওয়ালে টেপ দিয়ে লাগিয়ে দেন এবং মুহূর্তের জন্য পোজ দিয়ে হাঁটা শুরু করেন।

এমএইচডি/ আই. কে. জে/

বিশ্ব সংবাদ ভিন্নচোখে আন্তর্জাতিক জাদুঘর শিল্পকর্ম দর্শনার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন