সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩

#

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল ভারত - ছবি: সংগৃহীত

শিরোপার মহারণে মুখোমুখি সেরা দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত। ইংল্যান্ডের ওভালে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

টানা দ্বিতীয় বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। প্রথম আসরে তারা নিউজিল্যান্ডের কাছে শিরোপা খুইয়েছিল। তবে এবার প্রথমবারের মতো টেস্ট ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। 

গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে নামার আগে বার বার আলোচনায় এসেছে পিচ। নিরপেক্ষ ইংলিশ ভেন্যু কার পক্ষে কতটা আচরণ করে সেটাই এখন দেখার বিষয়। বিশেষত অজি পেসারদের গতির সঙ্গে পরীক্ষা চলবে ভারতীয় ব্যাটিংয়ের। ভারতের মাটিতে সর্বশেষ বর্ডার-গাভাস্কার সিরিজে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিল ভারত।

আরো পড়ুন: শিরোপার লড়াইয়ে বিকালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

তবে সিরিজে ভারতের পিচ নিয়ে তুমুল সমালোচনা দেখা দিয়েছিল। কিন্তু এবার দু’দলের লড়াই হবে ইংলিশ ভেন্যুতে। যদিও সেই কন্ডিশন কিছুটা বেশি চেনা অস্ট্রেলিয়ার। তবে দু’দলের ক্রিকেটাররাই মূল পার্থক্য গড়ে দেবেন।

পিচ ও পরিবেশ দেখে চার পেসার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাদ পড়েছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দলের একমাত্র স্পিনার রবীন্দ্র জাদেজা। উইকেটরক্ষক হিসেবে খেলছেন শ্রীকর ভরত।

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

এম/



টস অস্ট্রেলিয়া ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন