বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

টাকার বিনিময়ে মিলবে কান্না মুছে দেওয়ার মানুষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেকেই বলেন, ‘আমার চোখের পানি মুছে দেওয়ারও মানুষ নেই’। এবার বোধহয় সেই আক্ষেপ মিটতে চলেছে। কিছু টাকা খসালেই মিলবে কান্না মুছে দেওয়ার মানুষ!

শুনে অবাক হয়েছেন? হয়তো হাসিও পাচ্ছে আপনার। তবে ব্যাপারটা একদমই সঠিক! জাপানে কান্না মোছানোর জন্য মিলছে সুপুরুষ যুবক। দেশটির একটি সংস্থা গত কয়েক বছর ধরে এই পরিষেবা দিয়ে আসছে।

টোকিওর ইকেমেসো দানশি নামের একটি সংস্থা এই পরিষেবা দিচ্ছে কর্মক্ষেত্রের চাপে ক্লান্ত শহুরে নাগরিকদের। সংস্থায় রয়েছে প্রশিক্ষিত ‘হ্যান্ডসাম উইপিং বয়েজ’ বা সুপুরুষ যুবকের দল। চোখের জল ফেলা দুর্বলতা, মানসিক যন্ত্রণা হজম করতে হয়– এরকম প্রচলিত ভাবনার বিপরীতে কাজে নেমেছে জাপানি সংস্থাটি।

সংস্থাটির কর্মীরা আপনাকে কাঁদতে সাহায্য করবে। পাশাপাশি কান্না মুছে দিতেও পারদর্শী। ৭ হাজার ৯০০ ইয়েন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৮০০ খরচ করলেই আপনার ডাকে সাড়া দেবে হ্যান্ডসাম উইপিং বয়েজ।

বিশেষজ্ঞরাও বলেন, মনের ভাব প্রকাশ করাই মনকে সুস্থ রাখার একমাত্র চাবিকাঠি। এ কারণেই সাধারণ মানুষকে প্রাণ ভরে কাঁদতে উৎসাহ দেওয়া হচ্ছে। এমনকি টাকা দিলে মিলছে সুপুরুষ যুবক। যারা কাঁদতে সাহায্য করার পাশাপাশি চোখের জল মুছে দেবে।

সংস্থাটির প্রতিষ্ঠাতা হিরোকি তেরাই জানিয়েছেন, একসঙ্গে বেশ খানিকক্ষণ কাঁদলে মন ঝরঝরে হয়ে যায়। উন্নত হয় মানসিক স্বাস্থ্যের। সেই ভাবনা থেকেই কান্নার তথা মন খারাপের সঙ্গীর ব্যবসা শুরু করেছে ইকেমেসো দানশির। মন হালকা করতে মনোবিদেরাও কান্নার পরামর্শ দিয়ে থাকেন।

সূত্র: বিবিসি

ওআ/

কান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন