বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে *** শুল্কে সুবিধা পেতে আমেরিকার গম বাড়তি দামে কিনবে সরকার *** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা *** ভোটের দিন গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি ইসির *** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ *** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ

ডাকাতির আগেই ৭ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

পর্যটন নগরী কক্সবাজারের খুরুশকুল এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার খুরুশকুলের কুলিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- জসিম উদ্দিন (২৮), নুরুল ইসলাম রাকিব (২২), আব্দুল খালেক ওরফে রুবেল (২৭), মো. আলম মিয়া (২০), মো. আব্দুল্লা (২০), সাইফুল ইসলাম (২৩), রবিউল হাসান (১৯)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু ছালাম চৌধুরী। 

তিনি জানান, সংঘবদ্ধ একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদে অভিযান চালিয়ে সাত জনকে হাতেনাতে আটক করে র‍্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১টি রামদা, ২টি কিরিচ, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি টর্চ লাইট, ৪টি মোবাইল ফোন, ৪টি সীম কার্ড এবং নগদ এক হাজার পঁচিশ টাকা উদ্ধার করা হয়।

আরো পড়ুন: কমেছে ডিম-পেঁয়াজের দাম

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এ র‍্যাব কর্মকর্তা জানান, বেশ কয়েকবার একাধিক জায়গায় ডাকাতির কথা স্বীকার করেছেন চক্রের সদস্যরা। মূলত ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিনতাই করে আসছিলো তারা।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এসকে/

কক্সবাজার র‌্যাব আটক ডকাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন