বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

‘ড্যাডি অব অলরাউন্ডার’ উপাধি পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

অলরাউন্ডার সাকিব আল হাসান : ফাইল ছবি

৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টের পর অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। বড় দুই আসরকে সামনে রেখে অনেক সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও বিশ্লেষকরা নিজেদের মতামত প্রকাশ করছেন। যেখানে ‘ড্যাডি অব অলরাউন্ডার’ উপাধি পেলেন সাকিব আল হাসান।

রোববার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমান সময়ের তারকা অলরাউন্ডারদের নিয়ে কথা বলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সেখানে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিবকে ‘ড্যাডি অব অলরাউন্ডার’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

ক্রিকেটার হিসেবে নিজের ক্যারিয়ারটা তেমন সমৃদ্ধ নয় আকাশ চোপড়ার। ভারতের জার্সিতে মাত্র ১০টি টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পান ৪৫ বছর বয়সী সাবেক এই ব্যাটার। তবে ক্যারিয়ার শেষে ক্রিকেট বিশ্লেষক হিসেবে বেশ নাম কুড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ক্রিকেট নিয়ে আলোচনা করে থাকেন তিনি।

বিশ্বকাপের আলোচিত অলরাউন্ডারদের নিয়ে আকাশ চোপড়া নিজের পেজে ভিডিও প্রকাশ করেন। যেখানে তিনি ক্রিস ওকস, মিচেল মার্শ, শাদাব খান, সাকিব আল হাসানদের নিয়ে আলোচনা করেন। সাকিবকে নিয়ে কথা বলতে গিয়েই তিনি বলেন, ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’ (সাকিব অলরাউন্ডারদের বাবা)।

সাকিব প্রসঙ্গে আকাশ চোপড়া তার ভিডিওতে বলেন, সাকিব তো অলরাউন্ডারদের বাবা এটা বলতেই হবে। সে বাংলাদেশের অধিনায়ক। ২০১৯ বিশ্বকাপের কথা আপনাদের মনে আছে? সেবার সে বুঝিয়ে দিয়েছিল ওই বিশ্বকাপটা তার।

মূলত, গত এক বছরের সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এমন মন্তব্য করেন আকাশ চোপড়া। গত এক বছরে ৯টি ওয়ানডে খেলেছেন সাকিব। যেখানে ৩৩১ রানের পাশাপাশি ১৬টি উইকেট পেয়েছেন তিনি। সাকিবের এমন পারফরম্যান্সই প্রমাণ করে আকাশ চোপড়া টাইগারদের সেরা ক্রিকেটারকে নিয়ে সঠিক মন্তব্যই করেছেন।

এসকে/ 

এশিয়া কাপ সাকিব আল হাসান ওয়ানডে বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন