বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ *** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা

লঙ্কান প্রিমিয়ার লিগ

তাওহিদ হৃদয়ের ব্যাটিং নৈপুণ্যে জয় পেলো জাফনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

তাওহিদ হৃদয় - ছবি: সংগৃহীত

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অভিষেক হয়েছে বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়ের। গতরাতে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম ম্যাচে জাফনা কিংসের হয়ে ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন হৃদয়। তার রঙিন অভিষেকের ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সকে ২১ রানে হারিয়েছে জাফনা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে জাফনা। বড় ইনিংস খেলতে ব্যর্থ হন জাফনার টপ অর্ডার ব্যাটাররা। পাওয়ার প্লেতে ৪৩ রান উঠতেই দুই ওপেনার নিশান মদুশকা ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে হারায় জাফনা। মদুশকা ১২ ও গুরবাজ ২১ রান করেন। দ্বিতীয় উইকেট পতনের পর ষষ্ঠ ওভারের তৃতীয় বলে উইকেটে আসেন হৃদয়। অষ্টম ওভারে পেসার চামিকা করুনারত্নের বলে পরপর দু’টি চার মারেন হৃদয়। ১১তম ওভারে স্পিনার লক্ষন সান্দাকানের বলে স্কয়ার লেগ দিয়ে স্লগ সুইপে প্রথম ছক্কা মারেন তিনি।

১৮তম ওভারের শেষ বলে বাউন্ডারি দিয়ে অর্ধশতক পূর্ণ করেন হৃদয়। ৩টি চার ও ১টি ছক্কার সহায়তায় অর্ধশতক পূর্ণ করেন তিনি। ১৯তম ওভারের তৃতীয় বলে করুনারত্নের বলে নাসিম শাহকে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন হৃদয়। তার ব্যাটিং নৈপুণ্যে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে জাফনা।

আরো পড়ুন:পিএসজিকে সবুজ সংকেত দিয়েছেন বার্সেলোনার ডেম্বেলে

জবাবে জাফনার দারুণ বোলিংয়ে ২ বল বাকী থাকতে ১৫২ রানে অলআউট হয় কলম্বো। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক নিরোশান ডিকবেলা। জাফনার দক্ষিণ আফ্রিকান পেসার হার্ডাস ভিলওয়েন ৩টি, শ্রীলঙ্কার স্পিনার বিজয়াকান্ত বিয়াস্কান্ত-পেসার দিলশান মদুশঙ্কা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন বিজয়কান্ত।

এম/


তাওহিদ হৃদয় লঙ্কান প্রিমিয়ার লিগ জাফনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন