বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

নতুন মাইলফলকে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের বড় ব্যবধানে পরাজয় বরণ করেছে টাইগাররা। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্বকাপের ঠিক আগে দলে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৯ রান করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাতে ভারতের মাটিতে বিশ্বকাপে দলে থাকার দাবি আরও জোরালো করেছেন তিনি। দলে ফেরা এই ক্রিকেটার প্রথম সেদিন অল্পের জন্য ছুঁতে পারেননি একটি মাইলফলক। তবে সিরিজের শেষ ওয়ানডেতে আর আক্ষেপ বাড়তে দেননি তিনি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচের মতো এদিনও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। এদিন ৩৫ রানেই ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেট জুটিতে ৫৩ রান যোগ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। কিন্তু দলীয় ৮৮ রানে দুর্ভাগ্যজনকভাবে হিট আউট হয়ে যান মুশফিক।

এদিন ছয় নম্বরে ব্যাটিং করতে নামেন আগের ম্যাচে টাইগারদের পক্ষে সর্বোচ্চ রান করা মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে নামার সময় পাঁচ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ১ রান দূরে ছিলেন তিনি। এদিন প্রথম রানটি করতেই চতুর্থ বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৩৭ বছর বয়সসি এই ব্যাটার।

এখন পর্যন্ত ২২১টি ওয়ানডের ১৯১ ইনিংসে ব্যাট করে এই রান করেছেন মাহমুদউল্লাহ। ৩টি শতক ছাড়াও করেছেন ২৭টি অর্ধশতক। সর্বোচ্চ ইনিংস ১২৮ রানের। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ইনিংসটি খেলেছিলেন তিনি।

এদিন অবশ্য উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি মাহমুদউল্লাহ। শান্তর সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে অ্যাডাম মিলনের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি। তার আগে ২৭ বলে ২ চারে ২১ রান করেন তিনি। 

মাহমুদউল্লাহর আগে পাঁচ হাজারি এলিট ক্লাবে পা রেখেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

এসকে/

ক্রিকেট বিশ্বকাপ মাহমুদউল্লাহ রিয়াদ মাইলফলক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন