মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

নায়িকাসহ মধ্যরাত পর্যন্ত এফডিসিতে কেন ছিলেন জায়েদ খান?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

যায়েদ খান ও স্নিগ্ধা

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। নিজের কর্মকাণ্ড দিয়ে সব সময়ের খবরের শিরোনামে থাকেন তিনি। এবার মধ্যরাত পর্যন্ত চলচ্চিত্রের আঁতুড়ঘর বিএফডিসিতে অবস্থান করে আবারও এলেন শিরোনামে। এ সময় তার সঙ্গে ছিলেন নবাগত নায়িকা স্নিগ্ধা। হঠাৎ কেন মধ্যরাত পর্যন্ত এফডিসিতে ছিলেন জায়েদ খান? 

একসময় এফডিসিতে দিনরাত কাটিয়েছেন জায়েদ খান। চিত্রনায়িকা নিপুণের কাছে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার হারানোর পর দৃশ্যবদল হয়েছে তার জীবনে। এখন আর খুব একটা যান না চলচ্চিত্রের আঁতুড়ঘরে। 

গত সোমবার (১৪ আগস্ট) ধরা দিলো ভিন্ন চিত্র। এদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত কাটিয়েছেন এফডিসিতে। পুরো সময় ডাবিং স্টুডিওতে ‘সোনার চর’ সিনেমার ডাবিং করেন বলে জানান এই নায়ক। এ সময় জায়েদ খানের সঙ্গে ডাবিংয়ে অংশ নেন সিনেমাটির নায়িকা স্নিগ্ধা। জানা যায়, এদিন ডাবিং শেষ করতে রাত ১২টা পেরিয়ে যায়। 


জায়েদ খান বলেন, ''সোনার চর' সিনেমা মুক্তিযুদ্ধের কথা বলেছে। সিনেমাটির একটি দৃশ্য করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। ডাবিংয়েও আবেগ ধরে রাখতে পারিনি। দৃশ্যটি ছিল- জাতির পিতা বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়িয়ে দেশ-স্বাধীনতা ও দেশের মানুষের কথা বলা।” 

তিনি আরও বলেন, ‘চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজেকে রীতিমতো ভেঙেছি। অনেক পরিশ্রমের ফসল সিনেমাটি। ছবিতে ভিন্ন এক জায়েদ খানতে দেখতে পাবেন দর্শক। আশা করছি, সিনেমাটি তাদের ভালো লাগবে।’

‘সোনার চর’ সিনেমায় জায়েদ খান-স্নিগ্ধা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ। এক্সেল ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর সিকদার। পরিচালনা করেছেন জাহিদ হাসান।

এসকে/





যায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন