সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

নিজের জন্য ভাড়া নিলেন পুরো সিনেমা হল, কিন্তু কেন ?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

এরিয়াকা বাইদুরি মালয়েশিয়ার একজন ইনফ্লুয়েন্সার। সম্প্রতি পুরো একটি সিনেমা হল ভাড়া করেছেন তিনি। মনে হতে পারে, হয়তো তিনি তাঁর কাছের মানুষদের নিয়ে কোনো সিনেমা উপভোগ করতে চেয়েছেন। কিন্তু তা নয়। ভিড় এড়াতে একার জন্যই এই কাণ্ড করেছেন তিনি। 

দর্শকশূন্য হলের একটি ভিডিও ৩রা জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পোস্ট করেছেন এরিয়াকা নামের এই নারী। সেখানে তাঁকে চশমা পরে ও কুড়মুড় করে পপকর্ন খেতে খেতে সিনেমা শুরুর জন্য অপেক্ষা করতে দেখা যায়। খালি হলটির নাম কিংবা এটি কোথায় অবস্থিত, তা প্রকাশ করা হয়নি।

বিউটি পারলারের মালিক এরিয়াকা ভিডিওর নিচে ক্যাপশন লিখেছেন, ‘আমরা অন্তর্মুখী! তাই সব আসন (টিকিট) কিনে নিয়েছি।’ ভিডিওতে আরো দেখা যায়, হলে আসনের ১০টি সারি। প্রতি সারিতে ১৬টি আসন।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলেন, তিনি সীমা ছাড়িয়ে গেছেন। তবে যাঁরা নিজেদের অন্তর্মুখী মনে করেন, তাঁদের কেউ কেউ বলেন, তিনি ভুল কিছু করেননি। আবার, কোনো কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বলেন, তাঁর যে অনেক সম্পদ আছে, তা দেখালেন তিনি।

আরো পড়ুন: সব ধরনের ঘৃণার প্রতীক নিষিদ্ধ হলো অস্ট্রেলিয়ায়

একজন লিখেছেন, ‘আমার যদি সামর্থ্য থাকত, আমিও এটা করতাম। মা–বাবার অলক্ষে বাচ্চাদের কিচিরমিচির বা দর্শকদের গুজুর গুজুর শুনতে হতো না।’ আরেকজন লিখেছেন, ‘এটা হলো ‘‘আমি ধনী’’ তা বলার ভিন্ন এক কৌশল।’

পরে এরিয়াকা মালয়েশিয়ার গণমাধ্যম এমস্টারের সঙ্গে কথা বলেন। বলেন, এটা তিনি ‘মজার’ ছলেই করেছেন। তিনি আরও বলেন, ‘আমি মজা করে ভিডিও ক্যাপশন দিয়েছি...আচমকা দেখি, এটি ভাইরাল। তাই সেখানেই আমি ক্ষ্যান্ত দিয়েছি। নেটিজেনরা যা খুশি বলতে পারেন, যেমন আমি মানুষকে দেখাতে এটা করেছি, আমি দাম্ভিক, নিজেকে একজন অন্তর্মুখী বলে দাবি করছি। তাদের কথায় আমি কিছু মনে করি না। মন্তব্যের ঘরে নেটিজেনদের পাল্টাপাল্টি লড়াই দেখতে বেশ মজাই লাগছে। তাই সেগুলো চলুক। বিষয়টা বেশ মজার।’

দ্য স্ট্রেইট টাইমসের তথ্য অনুযায়ী, সিনেমার প্রতিটি টিকিটের দাম ১১ থেকে ৩৫ মালয়েশিয়ান রিঙ্গিত (বাংলাদেশি ২৫৯ থেকে ৮২৪ টাকা)। সে হিসাবে এরিয়াকা বাইদুরির পুরো হল ভাড়া করতে টিকিটের খরচ হয়ে থাকতে পারে ১ হাজার ৭৬০ থেকে ৫ হাজার ৬০০ রিঙ্গিত।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

এইচআ/ আই.কে.জে/



সামাজিক যোগাযোগমাধ্যম মালয়েশিয়া এরিয়াকা বাইদুরি ইনফ্লুয়েন্সার সিনেমা হল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন