বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

পাকিস্তানকে সুখবর দিল আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আর্থিক সঙ্কটে জর্জরিত পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছিল আইএমএফ। কিন্তু সেই ঋণের শর্ত হিসেবে সংস্কার কর্মসূচির বাস্তবায়ন নিয়ে গত আট মাস ধরে দর কষাকষি চলছিল। অবশেষে ঋণ পেল পাকিস্তান।

পাকিস্তানের জন্য ৩ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বুধবার এই ঋণ অনুমোদন করে আইএমএফের পরিচালনা পর্ষদ। প্রথম কিস্তিতে ১২০ কোটি ডলার ও বাকি অর্থ আগামী নয় মাসের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছে বিবিসি। 

ডলার সঙ্কটে পাকিস্তান ঋণ খেলাপি হওয়ার দুয়ারে পৌঁছে গিয়েছিল। এক মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলারও ছিল না কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে। চলতি সপ্তাহেই মিত্র দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে তহবিল পেয়েছে পাকিস্তান।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টায় এই ঋণ বড় ভূমিকা রাখবে। এই ঋণ মধ্যমেয়াদী অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে। পরবর্তী সরকারের জন্যও সামনে এগিয়ে যাওয়ার পথ করে দেবে।

সৌদি আরবের দেওয়া ২ বিলিয়ন ডলার মঙ্গলবার পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, সংযুক্ত আরব আমিরাত থেকেও তারা এক বিলিয়ন ডলার পেয়েছেন। 

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ওই দেশ দুটি গত এপ্রিল মাসেই পাকিস্তানকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আইএমএফের ঋণের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা অর্থ ছাড় স্থগিত রাখে।

বিবিসি লিখেছে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের এই অর্থের পাশাপাশি আইএমএফের সঙ্গে চুক্তি পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে আরও সহায়তা পাওয়ার পথ খুলে দেবে।

আরো পড়ুন: ২০২১-২২ অর্থবছরে পাকিস্তানে বহিরাগত ঋণের পরিমাণ বৃদ্ধি

অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তানের রিজার্ভ এ মাসের শেষ নাগাদ ১৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে তারা আশা করছেন। পাকিস্তানের মাথাব্যথার সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে জীবনযাত্রার ব্যয়। সরকারি হিসাবে সেখানে মূল্যস্ফীতি পৌঁছে প্রায় ৩০ শতাংশে।

এ বছরই জাতীয় নির্বাচন হবে পাকিস্তানে; আইএমএফ এর শর্ত পূরণের জন্য তার আগেই অনেক ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং কৃচ্ছ্রতা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে শাহবাজ শরিফের জোট সরকারকে।

এম এইচ ডি/

পাকিস্তান সুখবর আইএমএফ ঋণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন