বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

পাকিস্তানে শিখ-খ্রিস্টানের সাথে বৈঠক প্রধান বিচারপতির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

পিএসজিপিসি এর সভাপতি সর্দার আমির সিংয়ের নেতৃত্বে শিখ ও খ্রিস্টান সম্প্রদায়ের সাথে পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আত্তা বন্দিয়ালের বৈঠক হয়েছে। তারা প্রধান বিচারপতিকে পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হয়ে যাওয়া হামলার ঘটনা সম্পর্কে অবহিত করেন। 

গত ১৮ আগস্ট ইসলামাবাদে প্রধান বিচারপতির অফিসে দেখা করেন দুই দলের নেতারা। 

শিখ নেতারা পাঞ্জাব প্রদেশে শিখ বণিকদের পাশাপাশি সিন্ধুতে হিন্দু সম্প্রদায় এবং পাঞ্জাবের খ্রিস্টানদের উপর হওয়া হামলা সম্পর্কে কথা বলেন এবং তাদের উদ্বেগ সম্পর্কে বিচারপতিকে জানান।   

তারা গত দুই বছরে সারাদেশে হামলার শিকার হওয়া সংখ্যালঘু এবং ক্রমাগত হামলার শিকার হওয়া যেসকল সংখ্যালঘুরা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন তাদের তালিকাও তুলে দেন প্রধান বিচারপতির হাতে। 

খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার সাথে সাথে তাদের উপাসনালয়ে হামলার ব্যাপার নিয়েও তারা আলোচনা করেন বৈঠকে। 

প্রধান বিচারপতি জানান, “পাকিস্তানে মুসলিম এবং অমুসলিম সকলের জন্যেই সমান অধিকার রয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যথাযথ তদন্তের মাধ্যমে এ বিষয়ে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিবেন বলেও জানান।”  

এসময় উপস্থিত ছিলেন ইসলামাবাদ গির্জার ধর্মযাজক স্যামুয়েল পিয়ারা মাসিহি, বিষান সিং, লাহোরের অমৃক সিং, ধরম সিং, কাকা সিং, গুরচরণ সিং, বাবা মাখন সিং, বাবা গুরুপাল সিং এবং পেশোয়ারের সাহাব সিং। প্রতিনিধি দলের পক্ষ থেকে আমির সিং প্রধান বিচারপতিকে একটি শাল এবং তলোয়ার উপহার দেন।

এসকে/ 


পাকিস্তান পাকিস্তান খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন