ছবি: সংগৃহীত
আশানুরূপ সাফল্য না পাওয়ায় এবার জোরেশোরে ফুটবলার কেনার প্রতিযোগিতায় নেমেছে পিএসজি। একের পর এত ফুটবলার দলে ভিড়িয়ে তারা দল ভারী করছে। ক্লাবটির পরিকল্পনায় রয়েছেন আরও অনেকে। এবার তাদের বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে লা লিগা কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছে। যেখানে পিএসজির অর্থনৈতিক লেনদেন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি লা লিগার বাজার ‘নষ্ট করা’রও দাবি করা হয়।
শনিবার (১২ আগস্ট) এক বিবৃতিতে প্যারিসের ক্লাবটির বিরুদ্ধে নানারকম অভিযোগ করেছে লা লিগা। সেখানে বলা হয়েছে, কাতার থেকে যে বিশাল অঙ্কের তহবিল পায় পিএসজি, তা দলবদলের বাজারকে নষ্ট করছে। সে কারণে সব দলের জন্য ‘প্লেয়িং ফিল্ড’ সমান থাকছে না।
শীর্ষ স্প্যানিশ লিগটির পক্ষ থেকে বলা হয়, ‘কাতার থেকে বিদেশি ভর্তুকি পাওয়ায় পিএসজির প্রতিযোগিতামূলক অবস্থান অন্যদের চেয়ে উন্নত হয়েছে, যা বেশ কয়েকটি দেশ ও ইইউ বাজারে উল্লেখযোগ্য অসামঞ্জস্যতা তৈরি করেছে।’
আর.এইচ
খবরটি শেয়ার করুন