মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

বছরের শুরুতেই প্রেমিকের ঠোঁটে ডুব গায়িকা অনন্যার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

নতুন বছরের শুরুতেই প্রেমিকের সঙ্গে ব্যক্তিগত সময় কাটিয়ে তার কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনন্যা। আর তারপরই তাকে পড়তে হল চরম কটাক্ষের মুখে।

২০২৩ সালের পয়লা জানুয়ারি প্রেমিক বিশাল সিংয়ের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছিলেন সারেগামাপা খ্যাত গায়িকা অনন্যা। বছর ঘুরতেই তাদের সম্পর্কের অ্যানিভার্সারি হাজির। সঙ্গে আবার নতুন বছর শুরুর আনন্দ। সবটা মিলিয়েই এদিন আনন্দে মশগুল হয়ে গিয়েছিলেন তিনি। 

এদিন অনন্যা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্কের এক বছর পূর্তি উপলক্ষে কাটানো বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি পোস্ট করেন। সেখানে তাকে একটি সাদা ফারের সোয়েটার এবং কালো প্যান্টে দেখা যায়। অন্যদিকে তার প্রেমিক বিশাল পরেছিলেন মেরুন রঙের শার্ট এবং কালো জিন্স। তাদের একাধিক ছবির মধ্যে নজর কাড়ল বিশেষ একটি ছবি। 

সেখানে প্রেমিককে জড়িয়ে তার ঠোঁটে ঠোঁট ডোবাতে দেখা গেল অনন্যাকে। আর তাদের এই ব্যক্তিগত ছবি দেখেই ক্ষেপে গিয়েছেন সকলে।

আরো পড়ুন: নতুন বছরে পুরানো প্রেমে ফিরলেন জাহ্নবী

এদিন একজন তার পোস্টে লেখেন, 'আঙুল ফুলে কলা গাছ হলে শালীনতা তখন মুখ থুবড়ে পড়ে। শালীনতা জনপ্রিয়তায় আসে না তা কেবল সুশিক্ষা আর সামাজিক নৈতিকতা থেকে আসে। তোমরা উচ্ছনে যাওয়া সংস্কৃতিতে বাস করো।' আরেকজন লেখেন, 'তুমি তোমার যোগ্যতায় এখানে এসেছ। কিন্তু এসব পোস্ট করে সেটা নষ্ট করো না। নিজেই নিজেকে অপমান করছ।'

তৃতীয় ব্যক্তির মতে, 'আপনি একজন উঠতি গায়িকা। আপনার বুঝে জিনিসপত্র পোস্ট করা উচিত। নিজের ব্যক্তিগত মুহূর্ত কেন এভাবে পাবলিক করছেন?' কেউ আবার এসব কমেন্টের বিরোধিতা করে লেখেন, 'কমেন্ট সেকশন দেখে ভয় হয়। কোথায় আছি।'

প্রসঙ্গত, অনন্যা চক্রবর্তী সারেগামাপা থেকে খ্যাতি অর্জন করেন। এদিন তিনি এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'আমরা এক বছর পূর্ণ করলাম। তোমাকে আজীবন এভাবেই ভালোবেসে যাব।' তারা এদিন কেক কেটে নিজেদের বিশেষ দিন উদযাপন করেন।

এসি/ আই. কে. জে/ 

অনন্যা প্রেমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন