মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

বরিশালের মেয়েরা অনেক সুন্দরী : জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সম্প্রতি ‘ডিগবাজি’ দিয়ে ভাইরাল হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। ভক্তরা করেছেন প্রশংসা, নিন্দুকেরা সমালোচনা  করেছেন। আবারো  তিনি বরিশালে নাচ-গান ও ডিগবাজি দেখালেন।

শুক্রবার (২২শে ডিসেম্বর) বিকালে বরিশালের অশ্বনী কুমার হলে ‘তোমার চোখে বাংলাদেশ’ ফটো কনটেস্ট বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়েদ খান। যেখানে তাঁর সঙ্গে আরও ছিলেন চিত্রনায়িকা আঁচল, অভিনেত্রী আনিকা কবির শখ ও মৌসুমী হামিদ।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর নিজ কণ্ঠে গান পরিবেশন ও নেচে দেখান জায়েদ খান। দিয়েছেন ডিগবাজিও। এ সময় জায়েদ বলেন, ‘‘আজ আমার দুবাইতে যাওয়ার ফ্লাইট ছিল। সেটি বাতিল করেছি ‘তোমার চোখে বাংলাদেশ’ ফটো কনটেস্টে বরিশালে আসার নিমন্ত্রণে। এর একটাই কারণ, আমার বাড়ি বরিশালে। এখানে এসে মনে হয়নি যে তারকা হিসেবে এসেছি। এটি আমার জন্মভূমি, আমার মাটির টান। আমার বাড়ি পাশেই পিরোজপুরে। এখানে এসে আনন্দ ভাগাভাগি করতে পেরেছি সেজন্য খুব খুশি।”

আরো পড়ুন: নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্র করতে চাই : শাহরুখ

বরিশালের মেয়ে বিয়ে করবেন কি-না এমন প্রশ্নে জায়েদ খান বলেন, ‘বরিশালের মেয়েরা অনেক সুন্দরী। কিন্তু বিয়ে করলেই তো আমার স্ট্যান্ডার্ড কমে যাবে। কয়েকদিন পরেই করি। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির সকলেই বিবাহিত, একমাত্র আমি ব্যাচেলর। আমি গর্ববোধ করি, সবাই আমাকে বাংলাদেশের সালমান খান বলেন।’

প্রসঙ্গত, চলতি বছরের সবচেয়ে আলোচিত-সমালোচিত কর্মকাণ্ডের মধ্যে একটি হলো জায়েদ খানের আচমকা ডিগবাজি। প্রথমে অদ্ভুত মণে হলেও নায়ক এখন এটাকে নাচের নিয়মিত মুদ্রায় পরিণত করেছেন।

এসি/ আই.কে.জে/


জায়েদ খান বরিশালের মেয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন