মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম *** পাইলট খালি মাঠে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন: বিমানবাহিনীর প্রধান *** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

ব়্যাম্পের পোশাকে আবারো আগুন ধরালেন জাহ্নবী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সাহসী পোশাক এবং উষ্ণ অবতারের জন্য চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়শই মজা করে নেটদুনিয়ায় নানান ছবি এবং ভিডিও শেয়ার করেন তিনি। সম্প্রতি ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার পরিচালনায় ল্যাকমে ফ্য়াশন উইকের ব়্যাম্পে চোখ ধাঁধানো লুকে ধরা দিয়েছেন এই বলি ডিভা।

ফ্য়াশন ডিজাইনার অমিত আগারওয়ালের পোশাকে ব়্যাম্পে আগুন ধরানো লুকে দেখা মেলে জাহ্নবীর। কালো টপের সঙ্গে কালো স্কার্ট পরে চরম আত্মবিশ্বাসের সঙ্গে ব়্যাম্পে হেঁটেছেন অভিনেত্রী। জাহ্নবীর উষ্ণতামাখা ব়্যাম্পওয়াক থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে অভিনেত্রীর ব়্যাম্পওয়াকের ভিডিও

ডিজাইনার অমিত আগারওয়ালের শেয়ার করা ভিডিওতে জাহ্নবীকে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এক ভক্ত কমেন্টে লিখেছেন, ‘হটনেস ওভারলোডেড’। কারও মন্তব্য, ‘বলাই যায়, জাহ্নবীকে খুব হট লাগছে এই ছবিতে’।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি গ্ল্যামারাস স্টাইলের কারণেও চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। জাহ্নবীর ঘায়েল কড়া লুক নজর কাড়ে ভক্তদের। জাহ্নবী সেই স্টার কিডদের একজন, যাদের আলাদা কোনও পরিচয়ের প্রয়োজন নেই। শুধু ইন্ডাস্ট্রিতেই নয়, দর্শকদের মধ্যেও তিনি প্রমাণ করেছেন, পর্দায় যে কোনও চরিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন।

আরো পড়ুনমুম্বাইয়ের রাস্তার মেট্রোতে হঠাৎ ঋত্বিক!

জাহ্নবী কাপুরকে শেষবার বরুণ ধাওয়ানের সঙ্গে 'বাওয়াল'-এ দেখা গিয়েছিল। এরপরে, রাজকুমার রাওয়ের সঙ্গে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিতে দেখা যাবে তাঁকে। এরপর ‘দেবরা’, ‘বাওয়াল’ ও ‘উলঝে’ ছবিতেও দেখা যাবে জাহ্নবীকে।

উল্লেখ্য, চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রায়শই লেন্সবন্দি হন জাহ্নবী কাপুর। বলিউডে কান পাতলে গুঞ্জন, গত বছরের শেষের দিন থেকে ফের একে অপরকে ডেট করছেন তাঁরা। বৃহস্পতিবার শিখর পাহাড়িয়ার বাড়ি থেকে বেরোতে গিয়ে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন জাহ্নবী কাপুর।

এ দিন নিজের গাড়ির ভিতর খুব ক্যাজুয়াল আউটফিটে দেখা মেলে অভিনেত্রীর। যদিও ছবি শিকারিদের দেখে গাড়ির ভিতর থেকে হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেন জাহ্নবী। সেই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

এসি/ আই.কে.জে/


জাহ্নবী কাপুর ব়্যাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন