বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশকে ২৫৫ রানের টার্গেট দিয়ে অলআউট নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার পরে দ্বিতীয় ম্যাচেও একই শঙ্কা নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটির প্রথম ইনিংসে নিউজিল্যান্ড বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত দলটি ব্যর্থ হয়েছে। বাংলাদেশের বোলারদের তোপে বড় সংগ্রহের আগেই থামতে হয়েছে কিউইদের।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। দলটি ৪৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৫৪ রান করে।

আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ১৫ রানেই প্রথম উইকেট হারিয়েছে কিউইরা। উইল ইয়াং ৮ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। ইয়াং দ্রুত ফিরলেও আক্রমণাত্মক মেজাজেই ব্যাট চালিয়েছেন আরেক ওপেনার ফিন অ্যালেন। সপ্তম ওভারে মুস্তাফিজের প্রথম বড় শট খেলতে চেয়েছিলেন। অফ স্টাম্পের ওপর করা লেন্থ বলটি অ্যালেনের ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে চলে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকার সামান্য লাফিয়ে সেটি তালুবন্দি করেন। অ্যালেনের সংগ্রহ করতে পেরেছেন ১২ রানে।

বাংলাদেশের ১৪৬তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে আজ অভিষেক হয়েছে পেসার খালেদ আহমেদের। তার অভিষেক বলেই স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি হাঁকান চ্যাড বোয়েস। অবশ্য ঘুরে দাঁড়াতেও খুব একটা সময় নেননি এই পেসার। ওভারের পরের দুটো বলই ডট দিয়েছেন। আর চতুর্থ বলে পেয়েছেন উইকেটের দেখা। বোয়েস উড়িয়ে মারতে গেলে বল চলে যায় শর্ট লেগে দাঁড়িয়ে থাকা তোহিদ হৃদয়ের হাতে। তিনটি বাউন্ডারিতে বোয়েস করেন ১৪ রান।

দ্রুত ৩ উইকেট পরার পর উইকেটে এসে এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেছেন হেনরি নিকোলস। টম বান্ডেলকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন নিকোলস। এই দুইজনের ব্যাটে ভর দিয়ে ম্যাচে ফিরেছে কিউইরা। প্রথম ৫০ রান তুলতে নিউজিল্যান্ড খরচ করেছিল ৭১ বল। তবে সময়ের সঙ্গে সঙ্গে রানের গতি বাড়িয়েছে তারা। পরের ৫০ রান তুলেছে মাত্র ৫০ বলে। সবমিলিয়ে ২১তম ওভারে শতরান স্পর্শ করে সফরকারীরা।

২৬তম ওভারের শেষ বলে নাসুম আহমেদের ওভার পিচ ডেলিভারী লং অনে ঠেলে দিয়ে ফিফটি স্পর্শ করেন ব্লান্ডেল। পরের ওভারে একই মাইলফলকের সামনে ছিলেন নিকোলস। কিন্তু গত ম্যাচের মতো এবারও ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি। খালেদ আহমেদের রাইজিং ডেলিভারী জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পরেন। এর আগে তার ব্যাট থেকে এসেছে ৪৯ রান।

উইকেটে এসেই রানের গতি বাড়ানোয় মনযোগ দিয়েছিলেন রাচিন রবীন্দ্র। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। শেখ মেহেদির লেন্থ বল খেলতে গিয়ে লাইন মিস করেন। বল পায়ে আঘাত হানলে আম্পায়ার আঙুল তুলতে খুব একটা সময় নেননি। লেগ বিফোরের ফাঁদে পরার আগে তার ব্যাট থেকে এসেছে ২ বাউন্ডারিতে ১০ রান।

এসকে/

ক্রিকেট নিউজিল্যান্ড বাংলাদেশ ওয়ানডে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন