শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু *** গাঁজা উৎপাদন কেন্দ্রকে তীব্র গন্ধ নিয়ন্ত্রণের নির্দেশ *** ভোটের আগে ইসির ৬১ কর্মকর্তার রদবদল *** ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ *** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন *** জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড *** নেপাল থেকে ঢাকায় ফিরলেন জামালরা

‘বিএনপির আন্দোলন পুরনো গাড়ির মত হঠাৎ বন্ধ হয়ে যাবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কর্মসূচি দেওয়ার পেছনে কারণ হলো দলটি এখন পুরনো গাড়ির রূপ ধারণ করেছে। পুরনো গাড়ি সচল রাখতে মাঝে মাঝে যেমন স্টার্ট দিতে হয়, না হলে ব্যাটারি বসে যায়।

তিনি বলেন, বিএনপি এখন তেমন পুরনো গাড়ি। মাঝে মধ্যে স্টার্ট নিতে হয়। সে জন্য হাঁটা কর্মসূচি, বসা কর্মসূচি, দৌড় কর্মসূচি ক’দিন পরে বলবে হামাগুড়ি কর্মসূচি। কিন্তু পুরনো গাড়ি যতোই স্টার্ট দিন ব্যাটারি যতোই চার্জ দেন চলতে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে যায়, বিএনপিও ক’দিন পরে হঠাৎ বন্ধ হয়ে যাবে। আন্দোলনকে তারা সামনের দিকে নিয়ে যেতে পারবে না।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

কর্মসূচির আড়ালে বিএনপি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপি নানা কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে। সরকারি দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব রয়েছে কেউ যেন জনজীবনের নিরাপত্তা বিনষ্ট করতে না পারে সে দিকে লক্ষ্য রাখা। দেশে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে এবং জনগণকে স্বস্থি দিতে আওয়ামী লীগ কর্মসূচি পালন করে যাচ্ছে।

আরো পড়ুন: ভিসা নীতিতে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে বললেন ফখরুল

তিনি বলেন, তারা ডিসেম্বর মাসে বলেছিলো নয়া পল্টনের সামনেই সমাবেশ হবে এবং সেখান থেকে কোনো অবস্থাতেই যাবে না। শেষ পর্যন্ত কোথায় গেল, গরুর হাটে। গরুর হাটে গিয়ে আন্দোলন মাঠে মারা গেলো। এরপর বিভিন্ন সময় কর্মসূচি দিয়ে বলছে- সরকারকে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিলাম, ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিলাম। আল্টিমেটাম দিয়ে দেখা গেল কি বিএনপির নিজেদেরই দম ফুরিয়ে গেছে। বিএনপির সমাবেশে আর আগের মতো আর মানুষ হয় না।

তিনি বলেন, আর ভিসা নীতি নিয়ে নানা কথাবার্তা সাংবাদিক বন্ধুরা বলে, বিএনপিও নানা কথাবার্তা বলে, এত পুলকিত হওয়ার কিছু নাই।

এসকে/ 

বিএনপি আওয়ামী লীগ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভাঙা গাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন