বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন *** জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড *** নেপাল থেকে ঢাকায় ফিরলেন জামালরা *** ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে বাংলাদেশ *** ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক *** জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা *** আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি

বিরাট না আনুশকা? কার সম্পদ বেশি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

একজন ভারতীয় ক্রিকেটের মারমুখী ব্যাটসম্যান, অন্যজন নিয়মিত সেলুলয়েডের ফ্রেমে বন্দি হতে ব্যস্ত। বলা হচ্ছে আলোচিত জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মার কথা। ২০১৭ সালে তারা বিয়ে করেন।

ভারতের সবচেয়ে জনপ্রিয় পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম বিরাট কোহলি আর আনুশকা শর্মা। তাদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাদের নিয়ে গুগলের কাছে অসংখ্যবার জানতে চাওয়া প্রশ্নগুলোর ভেতর একটি হলো, বিরাট আর আনুশকার ভেতর কে বেশি ধনী? উত্তরটা অনুমিত, সহজ। বিরাট কোহলি। বিরাটের মোট সম্পদের পরিমাণ আনুশকার পাঁচ গুণেরও বেশি!

বিরাট কোহলি প্রতিবছর কেবল ক্রিকেট থেকেই আয় করেন শত কোটি টাকা। এর ভেতর বিসিসিআই (বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) থেকে প্রতি বছর কেবল বেতনই পান ২১ কোটি টাকা (১৬ কোটি রুপি)।

প্রতিবছর আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) খেলে বেতন পান ২০ কোটি টাকা। প্রতিদিন টেস্ট খেলার জন্য পান ৮০ লাখ টাকা।

এ ছাড়া কোহলি পুমা, অডি, এমআরএফসহ অনেক নামীদামি ব্র্যান্ডের এন্ডোর্সমেন্টের সঙ্গে যুক্ত। এসব এন্ডোর্সমেন্ট আর স্পনসরশিপই এখন তার আয়ের প্রধান উৎস। কেননা, তিনি নিজেকেই ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 

এগুলো থেকে বছরে তিনি প্রায় ২০০ কোটি টাকা আয় করেন। এসব ছাড়াও কোহলির নিজের ফ্যাশন লেবেল আছে, নাম রং। কোহলির ফিটনেস সেন্টারের নাম চেজল। আরও অনেক খাত থেকে আয় করেন এই ক্রিকেট তারকা।

বাৎসরিক আয় ও মোট সম্পদ: বছরে বিরাট কোহলি সাড়ে ৩০০ কোটি টাকা আয় করেন। আর তার মোট সম্পদের পরিমাণ (ফেব্রুয়ারি, ২০২৩) ১২৫০ কোটি রুপি বা ১৬৫০ কোটি টাকা।

এদিকে আনুশকার আয়ের উৎস

১. সিনেমা

পাঁচ বছর হয়ে গেল নতুন সিনেমায় নেই আনুশকা। বিয়ের পর সীমিত সময়ের জন্য বলিউডকে বিদায় দিয়েছিলেন। আর মা হওয়ার পর তার ব্যক্তিত্বেও এসেছে বদল। এখন আর বলিউডের মসলাদার ফর্মুলা সিনেমা তাকে টানে না। তিনি এখন কেবল অর্থ উপার্জনের জন্য বড় পর্দায় দেখা দেবেন না। 

যখনই দেখা দেবেন, কোন একটি ভালো উদ্দেশ্য নিয়ে। এই যেমন ডিসেম্বরে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায় তিনি হয়ে উঠবেন ভারতের নারী ক্রিকেটের দ্রুততম বোলার ঝুলন গোস্বামী। নারীর জীবনের সংগ্রাম আর সফলতার মাধ্যমে ট্যাবু ভেঙে অন্যদের অনুপ্রাণিত করাই তার উদ্দেশ্য। সিনেমাপ্রতি আনুশকা ১৮ থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক নেন।

২. প্রযোজনা প্রতিষ্ঠান

আনুশকার প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্লেট ফিল্মস থেকেও মুক্তি পাচ্ছে ভিন্ন ধারার ওয়েব কনটেন্ট, ওয়েব সিরিজ আর চলচ্চিত্র। তবে এখান থেকে আনুশকা খুব বেশি আয় করেন না। বরং মেধাবী তরুণ নির্মাতা, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী আর ভিন্ন অথচ গুরুত্বপূর্ণ গল্পগুলোকে তুলে ধরার জন্যই এই প্রতিষ্ঠানটি চালান তিনি।

আরো পড়ুন: ওমরাহ পালন করতে মক্কা গেলেন জেবা জান্নাত

৩. বিজ্ঞাপন

এন্ডোর্সমেন্ট, বিজ্ঞাপন ও ব্র্যন্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুশকা প্রতি চুক্তিতে চার থেকে ছয় কোটি টাকা আয় করেন।

৪. ব্যবসা

আনুশকার ক্লদিং ব্র্যান্ড নুশ। তবে এখান থেকে বছরে তিনি কত টাকা আয় করেন, তা জানা যায় না। এ ছাড়া হোলসাম ফুড নামে ভেজিটেরিয়ান একটা খাবেরর প্রতিষ্ঠানের সঙ্গেও পার্টনারশিপে যুক্ত আছেন তিনি।

বাৎসরিক আয় ও মোট সম্পদ: সব মিলিয়ে আনুশকা শর্মা বছরে ১৫ কোটি টাকা আয় করেন। লাইফস্টাইল এশিয়া অনুসারে তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৩০০ কোটি টাকা।

এসি/

বিরাট কোহলি আনুশকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫