বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

‘বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিব অবশ্যই খেলবে’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বিশ্বকাপের আগমুহূর্তে বেশ বড়সড় ধাক্কা খায় বাংলাদেশ দল। ফুটবল অনুশীলনের সময় প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে যান অধিনায়ক সাকিব আল হাসান। এরপর গুঞ্জন উঠেছিল, ৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে। তবে এবার সুখবর দিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) গুয়াহাটিতে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের সূত্রে জানা গেছে, দুশ্চিন্তার কিছু নেই। সাকিবের ইনজুরি ততটা গুরুতর নয়। এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলতে না পারার যে গুঞ্জন দেশে ছড়িয়েছে, সেটাও ঠিক নয় বলে জানানো হয়েছে টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে।

একটি অনলাইন সংবাদমাধ্যমকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিব অবশ্যই খেলবে। তার ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।

এরপরই সুজন বলেন, সাকিবের কিছুটা অস্বস্তি ছিল। এ কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। যদিও শুনছি সাকিবের ইনজুরি নিয়ে দেশে তোলপাড়। আসলে তেমন গুরুতর কোনো ইনজুরি না এটা। আমি বলছি, সাকিব ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নাজমুল হোসেন শান্ত এবং মুস্তাফিজুর রহমান কেন খেলেননি তা নিয়ে সুজন জানান, ‘এ দু’জনকে বিশ্রাম দেওয়া হয়েছিলো। তবে প্রয়োজন হলে শান্ত ব্যাট করতে নামতো। প্রয়োজন হয়নি, তাই তার ব্যাট করতেও নামা  হয়নি। এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছিলো মুস্তাফিজকে।’

আরো পড়ুন : সাকিবের পরিবর্তে বাংলাদেশের অধিনায়ক মিরাজ

ভারতের গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়েই বাঁ-পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর এসেছে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি সাকিব। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে নামবে টাইগাররা। ওই ম্যাচেও সতর্কতা হিসেবে বিশ্রামে থাকবেন বাংলাদেশ অধিনায়ক।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও থাকছেন না অধিনায়ক সাকিব। হালকা চোটের কারণে সতর্কতা হিসেবেই নিজেকে তাকে ম্যাচ থেকে সরিয়ে রাখা হবে। 

এসকে/ 


ভারত সাকিব আল হাসান ইনজুরি প্রস্তুতি ম্যাচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন