সুহানা খান - ছবি: সংগৃহীত
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ব্যালেরিনা জুতো পরে ছবি শেয়ার করেছেন সুহানা খান। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ওহ’। তার সঙ্গে জুড়ে দিয়েছেন কান্নার ইমোজি। ছবি দেখে বোঝা যাচ্ছে ব্যালোরিনা প্রশিক্ষণ নেয়ারসময় পায়ে ব্যাথা পেয়েছেন তিনি।
জানা যায় ,সুপারস্টার বাবার মেয়ে হিসাবে নয়, নিজের দক্ষতায় বলিউডে প্রতিষ্ঠা পেতে চান সুহানা। তার জন্য কম পরিশ্রমও করছেন না তিনি। শরীরচর্চা থেকে শুরু করে অভিনয়ের প্রশিক্ষণ নেওয়া কোনও কিছুতেই খামতি রাখছেন না শাহরুখ-কন্যা।
আরো পড়ুন: ঈদে ভিন্ন বুবলীকে দেখার অপেক্ষায়
নাছোড়বান্দা
সুহানা, ওই নাচ শিখেই
ছাড়বেন তিনি। যেমন
বলা, তেমন কাজ! ব্যালে
শেখা শুরু করলেন।
ওই নাচ করতে গিয়েই
স্টুডিওতেই উল্টে পড়েছেন সুহানা। মেঝেতে বসেই
কান্নাকাটি করেছেন।
এম/