বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

ভারত-কুয়েত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ স্বয়িকা গত রবিবার কুয়েতে সেখানকার জাতীয় পরিষদের স্পিকার আহমেদ আল-সাদুনের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আলোচনা করেন।

গত মাসে, স্বয়িকা কুয়েতের বিনিয়োগ খাতের ব্যবস্থাপনা পরিচালক ঘানেম আল ঘেনিমানের সাথে সাক্ষাৎ করেছিলেন। উভয়ই ভারতের ক্রমবর্ধমান অর্থনীতিতে কুয়েত থেকে আরো বেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এছাড়া স্বয়িকা কুয়েতের বাণিজ্যমন্ত্রী এইচই মোহাম্মদ ওসমান আল আইবানের সাথেও সাক্ষাৎ করেছেন এবং তার সাথে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনা ব্যাপারে আলোচনা করেছেন। 

গত জুলাই মাসে আদর্শ স্বয়িকা কুয়েত যুবরাজের দেওয়ান, শেখ আহমেদ আব্দুল্লাহ জাবের আল সাবাহ-এর সাথে দেখা করে তার সাথেও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কথা বলেন।

এর আগে ২০২২ সালের অক্টোবরে ভারত ও কুয়েতের মধ্যে সম্পর্ক যখন গভীরতর হচ্ছিল, তখন আদর্শকে কুয়েতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়।

২০২২ সালে ভারত-কুয়েত উভয় দেশ তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০ তম বার্ষিকী পালন করে। তাছাড়া দ্বিতীয় কোভিডের সময় ভারতের পাশে দাঁড়িয়েছিল কুয়েত। ভারতকে সেসময় অক্সিজেন ও অন্যান্য ত্রাণ সামগ্রী দ্রুত পাঠিয়েছিল দেশটি।

এম.এস.এইচ

ভারত কুয়েত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন