শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু *** গাঁজা উৎপাদন কেন্দ্রকে তীব্র গন্ধ নিয়ন্ত্রণের নির্দেশ *** ভোটের আগে ইসির ৬১ কর্মকর্তার রদবদল *** ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ *** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন *** জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড *** নেপাল থেকে ঢাকায় ফিরলেন জামালরা

ভুটানের নির্বাচনে জিতল সাবেক প্রধানমন্ত্রী তোবগের দল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভুটানের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। মঙ্গলবার (৯ই জানুয়ারি) রাজতন্ত্র–শাসিত হিমালয়ের দেশটিতে ভোট গ্রহণ হয়। ভুটানে অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে ‘দেশজ জাতীয় সুখ (জিএনএইচ)’ দীর্ঘদিনের অগ্রাধিকার পাওয়া নীতি।

তবে এমন সময় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে নির্বাচন হয়েছে, যখন ভোটারদের অনেকেরই প্রধান চিন্তা ছিল তরুণ প্রজন্মের সংগ্রামী জীবনের কথা। বিশেষ করে তরুণদের বেকারত্ব ও মেধাবীদের দেশ ছেড়ে চলে যাওয়ার প্রবণতার বিষয়টি।

আরো পড়ুন: গলার হার বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে প্রায় দুই-তৃতীয়াংশ আসন পেয়েছে পিডিপি। ফলে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হলো পরিবেশবাদী নেতা তোবগের।  জাতীয় পরিষদের ৪৭ আসনের মধ্যে পিডিপি পেয়েছে ৩০টি। বাকি ১৭টি আসন পেয়েছে ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি)। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুধবার (৯ই জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হতে পারে। 

বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ ভারত ও চীনের মাঝামাঝি অবস্থান ভুটানের। নির্বাচনে জয়লাভ করায় বন্ধু তোবগেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভুটানের নির্বাচনে দুই পর্যায়ে ভোট নেওয়া হয়। প্রথম পর্যায়ে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুটি দল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে অংশ নেয়। গত ২৯শে নভেম্বর প্রথম পর্যায়ের নির্বাচনে অংশ নেয় পাঁচটি রাজনৈতিক দল। এই ভোটে বাদ পড়ে যায় ক্ষমতাসীন দল ড্রুক নিয়ামরুপ থগপা (ডিএনটি)। বিদায়ী প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের ডিএনটি মাত্র ১৩ শতাংশ ভোট পেয়ে চতুর্থ হয়।

সূত্র-এএফপি

এইচআ/ আই.কে.জে

ভুটানের নির্বাচন শেরিং তোবগ পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি জয়ী রাজতন্ত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন