বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

ভুলে ভরা বিএনপিপন্থি আইনজীবীদের ব্যানার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ পূর্বাহ্ন, ২২শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ কর্মসূচির চার লাইনের একটি ব্যানারে ৫টি বানান ভুল ও একটি বিরাম চিহ্নের ভুল দেখা গেছে। 

সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির চত্বরে ‘শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারকদের পদত্যাগ চাই’ শিরোনামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে কর্মসূচি পালন করা হয়। এর সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ঢালী। 

তাদের সেই প্রতিবাদ কর্মসূচির ব্যানারে শপথবদ্ধ শব্দের স্থলে লেখা হয়েছে ‘শপদবদ্ধ’, বিচারকদের স্থলে ‘বিচারকেদের’, জাতীয়তাবাদী-এর স্থলে ‘জাতীয়তাবদী’, ফোরামের স্থলে ‘ফোররাম’ এবং তারিখের স্থলে লেখা হয়েছে ‘তারি:’। এছাড়া ২১ আগস্ট, ২০২৩  এর স্থলে লেখা হয়েছে ‘২১আগস্ট২০২৩’।

এদিকে, একটি ছোট ব্যানারে এত বানান ভুলের বিষয় নিয়ে চলছে সমালোচনা। এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ঢালী গণমাধ্যমকে বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। তবে ব্যানার তৈরির সময় এত বানান ভুল হয়েছে, তা লক্ষ্য করিনি।’

তিনি আরো বলেন, ‘রবিবার রাতে হঠাৎ প্রতিবাদ কর্মসূচি পালনের অনুমতি পাই। রাতে তড়িঘড়ি করে দোকান থেকে ব্যানার তৈরি করেছি। সেখানের লোকজন ভুল করেছেন। সোমবার সকালে আমার সহকারী ব্যানারটি নিয়ে আসেন। কিন্তু তখন সময় স্বল্পতার কারণে ভুল চোখে পড়েনি। ভুলবশত হয়ে গেছে এটি।’

এ ব্যাপারে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লা গণমাধ্যমকে বলেন, ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ কর্মসূচির একটি ব্যানারে অনেকগুলো ভুল ছিল। তবে কর্মসূচি চলা অবস্থায় বিষয়টি দেখিনি। পরে ভুলগুলো চোখে পড়েছে। আইনজীবীদের ব্যানারে এত ভুল দুঃখজনক।’

এম.এস.এইচ/

বিএনপি বানান ভুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন