মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে: তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভোলা হবে একটি শিল্প নগরী। ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস আছে। গ্যাসের ওপর ভিত্তি করে শিল্প কারখানা গড়ে উঠবে। দেশের অনেক শিল্পপতিরা এরই মধ্যে জমি কেনা শুরু করেছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা পৌরশহরের বাংলাস্কুল মাঠে জেলা আওয়ামী লীগের শান্তি উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন শুধু ভোলা-বরিশাল ব্রিজ হওয়া বাকি, সেটিও হবে। ব্রিজ হলে আমরা ভোলা থেকে চার-পাঁচ ঘণ্টার মধ্যে ঢাকা যেতে পারবো।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের বাকি কয়েক মাস আছে। এ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।

তোফায়েল আহমেদের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের বিশাল শান্তি উন্নয়ন শোভাযাত্রা বের হয়। বাংলাস্কুল মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন: একনেকে ১৮ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুছ।

এম/


ভোলা তোফায়েল আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন