বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

মহাকাশে ইতিহাস গড়ে নতুন বছর শুরু ভারতের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

মহাকাশে ইতিহাস গড়ে নতুন বছর শুরু করল ভারত। দেশটি মহাকাশে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর খুঁজতে স্যাটেলাইট পাঠিয়েছে। নাসার পর ভারত দ্বিতীয় দেশ হিসেবে এ ইতিহাস গড়েছে। সোমবার (পহেলা জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ব্লাক হোলের খোঁজে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে। এক্সপোস্যাট নামের এ স্যাটেলাইটটি এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট। এটি ভারতের ইতিহাসে প্রথম এমন স্যাটেলাইট। যা এর আগে কেবল নাসা মহাকাশে পাঠিয়েছে।

আরো পড়ুন: হারানো জিনিস খুঁজে দেবে রোবট

ভারতের এ স্যাটেলাইট মহাকালে ব্লাক হোলের খোঁজ ও এগুলো পর্যবেক্ষণ করবে। মহাকাশে পাঠানো এ স্যাটেলাইটটি ৫০টি শক্তির উৎস পর্যবেক্ষণ করবে। এছাড়া এটির মাধ্যমে মহাকাশের নিউট্রন স্টারগুলোকেও গবেষণা করবেন বিজ্ঞানীরা।

মহাকাশে এ স্যাটেলাইট পাঠানোর জন্য বছরের প্রথম দিনে বেছে নিয়েছে ইসরো। সোমবার (পহেলা জানুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এটিকে মহাকাশে পাঠানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরোর এক পোস্টে এ সাফল্যের কথা জানানো হয়। এটিকে এখন পৃথিবী থেকে ৬৫০ কিলোমিটার দূরের কক্ষপথে রাখা হয়েছে। এই স্যাটেলাইটটির আয়ুষ্কাল পাঁচ বছর।

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, আমরা পিএসএলভি-তে আরো এক সাফল্য পেলাম। এর মাধ্যমে স্যাটেলাইটটিকে নির্দিষ্ট কক্ষপথে বসানো হয়েছে। আমাদের সামনে আরো উত্তেজনাময় সময় অপেক্ষা করছে। এ বছর আরো অনেক প্রকল্প করেছে। ২০২৪ সাল মহাকাশযানের বছর।

সূত্র: আনন্দবাজার 

এইচআ/ আই.কে.জে/



ভারত স্যাটেলাইট কৃষ্ণগহ্বর মহাকাশ গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন