মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

ঢালিউড

মা হিসেবে আমার চাওয়া বীর ব্যারিস্টার হোক: শবনম বুবলি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী ও ছেলে বীর

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীর। অনেকদিন থেকেই এই দুই তারকা এক ছাদের নিচে না থাকায় মায়ের কাছেই বেড়ে উঠছেন শাকিবপুত্র। এমনকি প্রায়ই বুবলীকে বলতে শোনা যায়,ছেলের বাবা ও মা তিনিই। তার মানে, ছেলের যাবতীয় দায়িত্ব পালন করেন এই নায়িকা নিজেই। সম্প্রতি অভিনেত্রী জানালেন ছেলের ভবিষ্যৎ নিয়ে তার স্বপ্নের কথা। 

গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বুবলি জানান, তার ইচ্ছে বীর বড় হয়ে ব্যারিস্টার হোক। ছেলে আইন বিষয়ের ওপর পড়ালেখা করুক।

কেন এমনটা ইচ্ছে প্রশ্নের জবাবে বুবলীর ভাষ্য, ‘বীর তো এখনও ছোট। তার বয়স তিন বছর হলো। আমি চাই সে খুব সাধারণভাবেই বেড়ে উঠুক। বড় হয়ে সে কি হবে সেটা তার ব্যাপার। তবে মা হিসেবে আমার চাওয়া থাকবে সে একজন ব্যারিস্টার হোক। আইনপেশায় নিজেকে নিযুক্ত করুক।’


ছবি: সংগৃহীত

বুবলী বলেন, ‘আমি দুই বছর এলএলবি করেছি, তবে শেষ করতে পারিনি। আমার কাজের একটা প্রেসার ছিল। তাই মা হিসেবে চাই, আমি যেটা শেষ করতে পারিনি সেটা বীর করুক।’

তবে ছেলের ওপর কোনো কিছু চাপিয়ে  না দিয়ে আগে বুঝতে চেষ্টা করব ওর কিসের উপর বেশি আগ্রহ- এমনটিও জানিয়েছেন অভিনেত্রী।

গত বছর হঠাৎ ফেসবুকের মাধ্যমে বুবলী জানান, তিনি শাকিবের সন্তানের মা। তাদের বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই, আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান বীর আসে পৃথিবীতে।

আরো পড়ুন: জায়েদকে সতর্ক করে কী বললেন শাওন?

বিষয়টি শাকিবও অস্বীকার করেননি। তবে সম্প্রতি এই নায়ক জানান, বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বুবলীর দাবি, তাদের বিচ্ছেদ হয়নি। এরপর থেকেই তাদের সম্পর্কের বর্তমান ও ভবিষ্যত নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে।

এম/


শবনম বুবলি ফেসবুক শেহজাদ খান বীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন