মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক *** আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র

ময়মনসিংহ-৩ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

অনিয়মের কারণে স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ আসনের ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। 

নৌকার নিলুফার না স্বতন্ত্রের সোমনাথ সংসদ সদস্য হবেন, সুরাহা হচ্ছে আজ (শনিবার)।

অনিয়মে স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে শনিবার (১৩ই জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। নির্বিঘ্নে ভোটদান নিশ্চিতে নেওয়া হয় ৫ স্তরের নিরাপত্তা।

তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে পুরুষদের পাশাপাশি বাড়ে নারীদের ভোটারদের উপস্থিতি। 

রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী জানান, ভোটকেন্দ্রে যে কোনো ধরণের অনিয়ম ও বিশৃঙ্খলা ঠেকাতে নেওয়া হয় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

আসনটিতে এগিয়ে আছেন নৌকার নিলুফার আনজুম। তার মূল প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। 

আরও পড়ুন: ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রে চলছে ভোটগ্রহণ

উল্লেখ্য, গত ৭ই জানুয়ারি অনিয়ম ও সহিংসতার জেরে ওই কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। সেদিন বিকেল সোয়া ৪টার দিকে, গৌরিপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর পরই ভোট স্থগিত করা হয় কেন্দ্রটিতে। এতে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল নির্ধারণেও বিপত্তি হয়। কারণ এগিয়ে থাকা প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের পার্থক্য ৯৮৫টি।

এ সময় ৯১টি কেন্দ্রের ফলে দেখা যায়, নৌকা প্রতীকে নিলুফার আনজুম পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন তিন হাজার ৩২ জন।

এসকে/ 

ভোটগ্রহণ ময়মনসিংহ-৩

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন