যেখানে মিলছে ৫০ টাকা কেজিতে পেঁয়াজ। ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাসহ দেশের বাজারে দেশি পেঁয়াজের কেজি এখন ১৫০ টাকা। আমদানি করা ভারতের পেঁয়াজও বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। আর এসময় ব্যক্তিগত উদ্যোগে নিম্নআয়ের মানুষের হাতে কম মূল্যে পেঁয়াজ তুলে দিলেন মানিক নামে সিরাজগঞ্জের এক ইউটিউবার।
শনিবার (৪ নভেম্বর) সকাল থেকেই সিরাজগঞ্জের উল্লাপাড়া পশ্চিমপাড়া এলাকায় দেখা যায় মানুষের লম্বা লাইন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনছেন তারা। আর আয়োজক নিজে দাঁড়িয়ে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন পেঁয়াজ।
ক্রেতারা জানায়, জনপ্রতি এক কেজি করে বিক্রি করা হয় এ পেঁয়াজ। আর এতেই খুশি ক্রেতারা। কারণ প্রতি কেজি পেঁয়াজে তাদের সাশ্রয় হয় প্রায় একশো টাকা। ইউটিউবার মানিকের ব্যতিক্রমী এই উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীর বাজারে র ই মানিকের মতো এমন উদ্যোগ সমাজের বিত্তবানরা গ্রহণ করলে উপকৃত হবে দরিদ্র ও অসহায় মানুষ।
পেঁয়াজ কিনতে আসা রহমত আলী বলেন, ‘সারাদিন ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে বাজার করা খুব কষ্ট হয়ে যায়। বর্তমানে সব জিনিসের দামই বেশি। তবে আজ ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পারলাম। এতে আমাদের বেশ উপকার হল। বাকি টাকা দিয়ে অন্য জিনিস কিনতে পারব।’
হাজেরা খাতুন নামে আরেক ক্রেতা বলেন, ‘আজ বাজারে ১৫০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। এখানে ৫০ টাকা কেজি কিনতে পারছি। এ পেঁয়াজ দিয়ে আমাদের এক সপ্তাহ চলে যাবে। ৫০ টাকায় পেঁয়াজ কিনে আমি ৯০ টাকা বাচাতে পারলাম।’
আর আয়োজক ইউটিউবার র ই মানিক জানান, বাজারে হঠাৎ পেঁয়াজের মূল্য বৃদ্ধির পেছনে থাকা সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এমন উদ্যোগ। নিজের ইউটিউবের আয়ের একটা অংশ থেকে সমাজের স্বল্প আয়ের মানুষদের সহায়তার লক্ষ্যে তার এ আয়োজন।
১৩০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে ৫০ টাকায় ৩০০ মানুষের মাঝে ৩০০ কেজি পেঁয়াজ বিক্রি করেন র ই মানিক। র ই মানিকের কৃষিভিত্তিক একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যেখান থেকে আয়ের একটা অংশ দিয়ে সমাজের অসহায় মানুষদের সাহায্যে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকেন তিনি।
ওআ/
পেঁয়াজ
সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খবরটি শেয়ার করুন