শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটনের ফিফটিতে জয়ে শুরু বাংলাদেশের *** নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে: প্রধান উপদেষ্টা *** গত ১৫ বছর বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের আহ্বান: আইএসপিআর *** জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু *** গাঁজা উৎপাদন কেন্দ্রকে তীব্র গন্ধ নিয়ন্ত্রণের নির্দেশ *** ভোটের আগে ইসির ৬১ কর্মকর্তার রদবদল *** ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ *** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী

রবীন্দ্রনাথের বেশে অভিনেতা অনুপম খের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ অভিনয় জীবনে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। পর্দায় চরিত্রটিকে যথাযথ ফুটিয়ে তুলতে বরাবরই ব্যতিক্রম লুকে ধরা দেন অভিনেতা। তবে এবার যে চমক নিয়ে হাজির হলেন তাতে বিস্মিত নেটপাড়া। চেনাই দায়, এ কি কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুর নাকি অনুপম!

শুক্রবার (৭ জুলাই) রবীন্দ্রনাথের বেশে হাজির হয়ে রীতিমতো অবাক করলেন সবাইকে। অবশ্য তার এই বেশভূষা কেন, সেটাও জানাতে ভোলেননি অভিনেতা। অনুপম খের জানিয়েছেন, আগামী কোনো ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে দেখা যাবে তাকে। যদিও বিশদে সবকিছু সামনে আনেননি।

তিনি লিখেছেন, ‘আমার ৫৩৮তম প্রকল্পে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রিত করতে পেরে আনন্দিত। যথাসময়ে বিস্তারিত প্রকাশ করব।’ অভিনেতার এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে একজন অনুরাগী লিখেছেন, ‘আমি আপনাকে চিনতেই পারিনি স্যার, অসাধারণ।’ আরও একজন অনুপমকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভেচ্ছা রইল, আমি এই ছবি দেখার অপেক্ষায় রইলাম’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।

শেয়ার করা ভিডিওতে অনুপম খেরকে সাদা চুল ও দাড়িতে কালো রঙের জোব্বা টাইপের পোশাকে দেখা গেছে। ঠিক যেমনটা কবিগুরু পরতেন।

আরো পড়ুন: লাভ নয় নিজের ‘লাস্ট স্টোরি’ শোনালেন বিদ্যা বালান


গত মার্চে কলকাতা সফরে এসে কবিগুরুর শান্তিনিকেতনে গিয়েছিলেন অনুপম খের। সেখানে বিশ্বভারতী ক্যাম্পাসসহ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের হাত ধরে তৈরি আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় মুগ্ধ হয়েছিলেন তিনি। শান্তিনিকেতন ঘুরে দেখার ছবি ও নানান মুহূর্তের ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অনুপম। সেই পোস্টেই ছাত্র-ছাত্রীদের রবীন্দ্রসংগীত গেয়ে শোনাতে দেখা গিয়েছিল অভিনেতাকে।

আগামীতে অনুপম খেরকে দেখা যাবে অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো' ছবিতে। এছাড়াও কঙ্গনা রানাউতের ‘ইর্মাজেন্সি’তে জয়প্রকাশ নারায়ণ চরিত্রে পর্দায় ধরা দেবেন তিনি।

এসি/


রবীন্দ্রনাথ বলিউড অনুপম খের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন