বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

শাহরুখের নাকে অস্ত্রোপচার, এখন কেমন আছেন বাদশা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলসে শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন শাহরুখ খান। নাকে আঘাত পেয়েছেন অভিনেতা। করাতে হয়েছে অস্ত্রোপচার।শোনা  যায়, অস্ত্রোপচারের কারণে নাকে বেঁধে রাখতে হচ্ছে ব্যান্ডেজে। স্বাভাবিক ভাবেই উদ্বেগে শাহরুখ-অনুরাগীরা।

সমাজমাধ্যমের পাতায় তাঁরা তা প্রকাশও করেন। দিনভর চলে উদ্বেগ। প্রিয় তারকার আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা। যদিও এই ঘটনার চব্বিশ ঘণ্টা পার করার আগেই ভোরবেলা দর্শন দিলেন অভিনেতা।

না, মন্নতের ছাদে নয়, বরং দুই ছেলে ও স্ত্রী গৌরী খানের সঙ্গে তাঁকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে। একেবারে সুস্থ, নাকে কোনও ব্যান্ডেজও নেই। অভিনেতাকে দেখা মাত্রই জ্বলে উঠল আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশ। মুহূর্তে ছড়িয়ে পড়ল সেই ছবি।

আরও পড়ুন: সুন্দর ছেলেরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও : জেবা

শাহরুখের পরনে নীল রঙের হুডি, জিন্‌স ও মাথায় টুপি। অন্য দিকে, ছোট ছেলে আব্রামের হাত ধরে বিমানবন্দরের অন্দরে ঢুকলেন গৌরী খান। বড় ছেলে আরিয়ান খানও ছিলেন তাঁদের সঙ্গে, তবে কন্যা সুহানার দেখা মেলেনি।

খান পরিবারকে একসঙ্গে দেখে খানিকটা স্বস্তির নিশ্বাস ফেললেন শাহরুখ-অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘‘যাক, এ বার স্বস্তিতে ঘুমোতে পারব।’’ কারও কথায়, ‘‘রাজা ফিরে এসেছেন এবং সুস্থ আছেন দেখেই শান্তি।’’ কেউ কেউ আবার অভিনেতার অস্ত্রোপচারের খবরের সত্যতা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন।

এই মুহূর্তে ‘জওয়ান’ ছবির কাজে ব্যস্ত শাহরুখ। ‘পাঠান’-এর সাফল্যে পর শাহরুখের এটা প্রথম সর্বভারতীয় ছবি। সেখানেও পুরোদস্তুর অ্যাকশন অবতারেই দেখা যাবে শাহরুখকে।

এই মুহূর্তে জোরকদমে চলেছে ‘জওয়ান’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। এবং বাকি টুকটাক কিছু প্যাচ শুট। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখের ‘জওয়ান’।

এসি/ আইকেজে 


শাহরুখ বাদশা!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন