বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

শাহরুখের পাঠানো মেসেজ জমেই থাকত সমীরের কাছে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

শাহরুখের পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজে কেবল কাকুতিমিনতি। বাবা হিসেবে ছেলে আরিয়ানের মুক্তি চেয়ে বারবার একই অনুরোধ করে গেছেন প্রাক্তন এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের কাছে। এই মেসেজর কোনো উত্তর পাননি শাহরুখ। মুম্বাইয়ের একটি সংবাদ সংস্থা প্রকাশ্যে এনেছে শাহরুখের পাঠানো মেসেজের স্ক্রিনশট।

প্রায় দু’বছর পর আবারও আলোচনায় আরিয়ান খান মাদক মামলা। তবে এবার বিতর্ক এনসিবির প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়কে নিয়ে। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে সিবিআই। আরিয়ানকে জেল থেকে ছাড়তে তার বাবা শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন সমীর, সিবিআই তদন্তে প্রকাশ্যে এসেছে এমন তথ্য। তাকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। এই সময়েই ফাঁস হলো শাহরুখ-সমীরের পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট।

আরিয়ানের মুক্তি চেয়ে বারবার একই অনুরোধ করে গিয়েছেন শাহরুখ। শাহরুখ লিখেছিলেন, ‘সমীর সাহেব, আপনার সঙ্গে এক মিনিট একটু কথা বলতে পারি প্লিজ? আমি শাহরুখ খান।” আরও লেখেন, “আমি জানি এটা অফিশিয়ালি অনুচিত, হয়তো আইনসম্মতও নয়। তবু আমি তো একজন বাবা, যদি অনুগ্রহ করে আমার সঙ্গে একবার কথা বলেন! প্লিজ?’

মাঝরাতেও তাকে লিখে গিয়েছেন শাহরুখ। শাহরুখ লিখেছেন, ‘এত রাতে আপনাকে মেসেজ করার জন্য ক্ষমাপ্রার্থী। কিন্তু আমার অবস্থাটা বুঝুন, আমি তো বাবা! আপনার দয়াভিক্ষা করছি শুধু।’

শাহরুখ আরও একদিন সমীরকে মেসেজে লিখেছেন, “আমি কথা দিচ্ছি আরিয়ান জেল থেকে বেরোনোর পর অন্য মানুষ হয়ে যাবে। এটা ওর কাছেও বড় শিক্ষা। ভবিষ্যতে এমন কাজ করবে ও যার জন্য আপনি, আমি গর্বিত হব। দয়া করে নবীন প্রজন্মের পাশে থাকুন, ওকে একটা সুযোগ দিন।

আরো পড়ুন:যে কারণে গায়ক নোবেল গ্রেপ্তার

মুম্বাই উপকূলে ভাসমান একটি প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেফতার করেছিলেন সমীর। ২২ দিন জেলে থাকার পর আরিয়ানকে জামিনে ছাড়া হলেও দুর্দিন ঘনিয়ে আসে খান পরিবারে। ২০২২ সালের মে মাসে সাক্ষ্যপ্রমাণের অভাবে এনসিবি আরিয়ানের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেয়। তবে সিবিআইয়ের অভিযোগ, এই ঘটনায় নাকি খান পরিবারের কাছ থেকে মোটা টাকা ঘুষ দাবি করেন দায়িত্বপ্রাপ্ত সমীর।

সূত্র: আনন্দবাজার

এম/    

 

শাহরুখ মেসেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন