বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

শীতকালে কোন রঙের পোশাকে বেশি আরাম মেলে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

শীত এলে বাহারি রঙের শাল, সুয়েটার, জ্যাকেট গায়ে দিয়ে শীত তাড়ানো হয়। খেয়াল করে দেখবেন, গরমের তুলনায় শীতের পোশাক বেশি রঙচঙা হয়। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন এমনটা হয়? এর পেছনেও কিন্তু রয়েছে পদার্থবিজ্ঞানের ব্যাখ্যা। বিশেষত তাপগতি বিদ্যার।

রঙের সঙ্গে সম্পর্ক রয়েছে তাপের। সব রঙের জিনিসের তাপ ধারণ ক্ষমতা এক নয়। সবচেয়ে বেশি তাপ ধারণ বা তাপ শোষণ করতে পারে কালো রঙের জিনিস। অর্থাৎ কালো রঙ থেকে তাপ খুব কম প্রতিফলিত হয়। 

অন্যদিকে সবচেয়ে বেশি তাপ প্রতিফলিত করে সাদা রঙের জিনিস। অর্থাৎ সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে কম। এই তাপ শোষণের বিষয়টি পোশাকের ক্ষেত্রেও প্রযোজ্য।

আরো পড়ুন : শীতের ফ্যাশনে শাল

এজন্য শীতকালে সবচেয়ে আরামদায়ক হবে কালো রঙের পোশাক। এ সময় সাদা রঙের পোশাক কম আরামদায়ক। অন্যান্য রঙের পোশাকও বেশ তাপ শোষণ করতে পারে। তাই শীতে যে কেবল কালো পোশাকই পরতে হবে, এমনটা নয়। চাইলে যে কোনো গাঢ় রঙের পোশাক পরতে পারেন। 

শীতের দুপুর কিংবা বিকেলে বেছে নিতে পারেন তিন বা চারটি উজ্জ্বল ও গাঢ় রঙের শেডের নকশার করা পোশাক। শীতের পোশাক হিসেবে কালো, গাঢ় নীল, ঘন সবুজ রঙ বেশি উপযুক্ত। চাইলে একরঙা পোশাকের সঙ্গে ফ্লোরাল স্কার্ফ বা শাল বেছে নিতে পারেন। 

ডিজাইনারদের মতে, প্রকৃতির ধূসরতা কাটাতেই পোশাকের রংঢঙে এত কারসাজি।

এস/ আই. কে. জে/ 

রঙ পোশাক শীতকাল আরাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন