বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

সামরিক অর্থায়ন পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

আর্থিক সংকটে থাকা পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক অর্থায়ন পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এ অর্থায়ন স্থগিত করেছিলেন। বৃহস্পতিবার, ওয়াশিংটনের এক সেমিনারে ভাষণ দিতে গিয়ে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খান বলেন, পূর্ববর্তী মার্কিন প্রশাসন দ্বারা স্থগিতকৃত বৈদেশিক সামরিক অর্থায়ন ও বিক্রয় পুনরায় চালু করা পাকিস্তানের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর থেকে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নানা টানাপোড়েন দেখা গিয়েছে। বর্তমানে আমেরিকা-চীন প্রতিদ্বন্দ্বিতার মুখে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের দূরত্ব আরো বেড়েছে এবং একইসাথে দেশের অর্থনৈতিক অবস্থারও অবনতি ঘটেছে।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, এলিজাবেথ হর্স্ট, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের প্রয়োজনীয়তা বর্ণনা করেন এবং পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন।

তিনি জানান, পাকিস্তান ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চুক্তি অত্যন্ত কঠিন। তবে পাকিস্তানকে তার অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে সাহায্য গ্রহণ করতেই হবে।

যুক্তরাষ্ট্রও পাকিস্তানকে আইএমএফের সাথে চুক্তি বাস্তবায়ন করার পরামর্শ প্রদান করে। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলাপ আলোচনা বৃদ্ধি পাকিস্তানকে এক নতুন আশার আলো দিয়েছে।

আরও পড়ুন: ইরাকে একজন মার্কিন সেনাও থাকতে পারবে না: খামেনি

ওয়াশিংটনের উইলসন সেন্টারে অর্ধদিন ধরে আয়োজিত এই সেমিনারে মার্কিন-পাকিস্তান সম্পর্কের উন্নতি কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মাসুদ খান বলেন, পাকিস্তান রাশিয়া থেকে তেল লাভের জন্য প্রথমেই বলেছিল এবং এ কাজটি মার্কিন সরকারের সাথে পরামর্শ করেই করা হয়েছে।

তিনি আফগানিস্তানে স্থিতিশীলতা আনয়নে পাকিস্তান কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে সে বিষয়েও আলোচনা করেন।

আফগানিস্তানে সন্ত্রাসবাদ বৃদ্ধির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন উদ্বেগ প্রকাশ করলে মাসুদ খান জানান যে, বর্তমানে এ সন্ত্রাসবাদ পাকিস্তান ও আফগানিস্তানের জন্য হুমকি হলেও ধীরে ধীরে তা সারা বিশ্বের জন্য হুমকি বয়ে আনবে।

এমএইচডি/ আই. কে. জে/

সামরিক অর্থায়ন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন