মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

সালমানের জন্য যে অভিনেত্রীর কাছে সম্বন্ধ নিয়ে যান শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

নব্বইয়ের দশক থেকে বন্ধুত্ব শাহরুখ ও সালমানের। কখনও কখনও দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য হলেও বন্ধুত্ব থেকে কখনও সরেননি দুই খান। একে অপরকে পাশে পেয়েছেন তাঁদের কঠিন সময়ে। তবে দু'জনে অবশ্য চারিত্রিক দিকে একেবারে বিপরীত।

শাহরুখ ২৬ বছর বয়সেই সংসারী হয়ে যান। এদিকে ৫৮তে পা দিয়েও আইবুড়ো রয়ে গেলেন সালমান খান। একটা সময় ছিল, সালমান কবে বিয়ে করবেন, তা নিয়ে বার বার প্রশ্ন করেছে মিডিয়া। তবে এখন সেই উত্তেজনা স্তিমিত। 

সকলের কাছে ভাইজানের বার্তা স্পষ্ট— যখন হওয়ার তখন ঠিকই হবে। তবে সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠানে এসে সালমান বলেন, ‘‘সম্পর্কগুলো ভাঙার জন্য এখন নিজেকেই দায়ী বলে মনে হয়।’’ সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বর্যা রাই, ক্যাটরিনা কইফের মতো অভিনেত্রীদের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়ায়। তবে কোথাও থিতু হননি সালমান । তাই সালমানের ঘটকালির দায়িত্ব কাঁধে তুলে নেন শাহরুখ।

আরো পড়ুন: এবার সুইমিংপুলের ছবিতে আগুন ছড়ালেন শ্রাবন্তী

বন্ধু সংসারী হোক, চেয়েছিলেন শাহরুখ। তাই মুম্বাইয়ের এক নামকরা অভিনেত্রীর কাছে নাকি সালমানের জন্য প্রস্তাব রাখেন বাদশা। তবে তা বাস্তবায়িত হয়নি। সালমানের সঙ্গে ঐশ্বর্য এর প্রেম তাঁর জীবনের অন্যতম চর্চিত অধ্যায়। 

তাঁদের প্রেমের থেকে বেশি প্রচারের আলোয় আসে তাঁদের বিচ্ছেদ পর্ব। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের একাংশের ধারণা, ওই অভিনেত্রী ঐশ্বর্য। কারণ বলিপাড়ার গুঞ্জন বলছে, শাহরুখের বাড়িতে নাকি একবার মাকে নিয়ে গিয়েছিলেন ঐশ্বর্য। 

যদিও এর সত্যতা নিয়ে সন্দিহান অনেকেই। এই মুহূর্তে ঘোরতর সংসারী ঐশ্বর্য। স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়ে সংসার তাঁর। অন্য দিকে, ইউলিয়া ভন্তুর নামের এক বিদেশিনী মডেলের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে সালমানের। কিন্তু, ইউলিয়াকে ‘বন্ধু’র তকমাই দিয়ে এসেছেন ভাইজান। ‘পদোন্নতি’ ঘটাননি।

সূত্র: আনন্দবাজার

এসি / আই.কে.জে/



শাহরুখ সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন