বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

সৃজিত তো শুধু আমার স্বামী নয়, খুব ভালো একজন পরিচালক: মিথিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

টলিউড সিনেমায় অভিষেক ঘটেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রাশিদ মিথিলার। নির্মাতা রাজর্ষি দে’র পরিচালনায় ‘মায়া’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শুক্রবার (৭ জুলাই) কলকাতাসহ পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ছবিটি।

‘মায়া’তে মিথিলার অভিনয় মুগ্ধ করেছে তার স্বামী প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে। অভিনেত্রী স্ত্রীকে নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘তুমি খুব ভালো করেছো।’ দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান অভিনেত্রী।

মিথিলা বলেন, ‘সৃজিতকে সঙ্গে নিয়ে সিনেমাটি দেখেছি। সৃজিত তো শুধু আমার  স্বামী নয়, খুব ভালো একজন পরিচালক। ভালো পড়শোনা করা মানুষ। সিনেমা সম্পর্কে অনেক জানাশোনা। সৃজিত আমার সিনেমার প্রশংসা করেছে। আমার অভিনয়ের প্রশংসা করেছেন। আমাকে বলেছে, তুমি খুব ভালো করেছো। এটা আমার জন্য বড় পাওয়া।’

ছবিতে তার অভিনয় ওপার বাংলার দর্শকেরা খুব ভালোভাবে নিয়েছেন। অভিনেত্রী বলেন, “দর্শকেরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের সুন্দর সুন্দর মতামত আমাকে মুগ্ধ করেছে। প্রথমত শো শেষ করে বেরিয়ে তারা আমাকে চিনতে পারেননি। কয়েকজন দর্শক আমাকে বলেছেন, আপনি কি মায়া? এটা অনেক বড় প্রাপ্তি ও বড় বিষয়। কেননা, আমি ‘মায়া’ চরিত্রে অভিনয় করেছি। ভিন্ন গেটআপে দেখা গেছে আমাকে। এজন্যই দর্শকেরা বলেছেন, আপনি কি মায়া? এটা উপভোগ করেছি।”

আরো পড়ুন: ইনস্টাগ্রামে সানি লিওনের রহস্যময় ছবি

শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটক অবলম্বনে ‘মায়া’ ছবির গল্প সাজিয়েছেন পরিচালক রাজর্ষি দে। এতে ‘ম্যাকবেথ’ তথা হিন্দিভাষী দরবার সিং চরিত্রে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। যে নিজের বউ লেডি ম্যাকবেথ অর্থাৎ ‘মায়া’কে ছাড়াও তিনজন রক্ষিতা রেখেছে। পারমিতা (কনীনিকা), তনুশ্রী (মৃণালিনী) এবং সামিয়া (রিচা), সবাইকে দরবার জোগাড় করেছে তার নিজের প্রোডাকশন হাউসে নায়িকা করার লোভ দেখিয়ে। এরপরও নিজের ছেলে ময়ঙ্কের (রাহুল) স্ত্রী রেশমির (সুদীপ্তা) দিকে নজর দেয়। ফলে বাবা ও ছেলের মধ্যে দেখা দেয় বিস্তর বিরোধ।

এসি/




সৃজিত পরিচালক মিথিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন