বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

৫৫০ সন্তানের জন্মদাতাকে 'স্পার্ম ডোনেট' বন্ধ করার নির্দেশ আদালতের

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

ছবি: ৪১ বছর বয়সী জনাথন

ইউরোপের দেশ নেদারল্যান্ডসে এক যুবক তার শুক্রাণু দান করে প্রায় ৫৫০ নারীকে সন্তান জন্ম দিতে সহায়তা করেছেন। কিন্তু এবার দেশটির আদালত তাকে থামানোর নির্দেশ দিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৪১ বছর বয়সী জোনাথনকে বিচারক বলেন, 'তিনি যদি অন্য কোনো নারীকে শুক্রাণু দান করার চেষ্টা করেন, তাহলে তাকে এক লাখ ইউরো জরিমানা করা হবে।' যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সমান।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে জোনাথনকেও একবার নিষিদ্ধ করা হয়েছিল। সে সময় জানা যায়, তিনি শতাধিক নারীকে শুক্রাণু দান করেছেন। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি অনলাইনে এবং কুরিয়ারের মাধ্যমে অন্যান্য দেশে তার শুক্রাণু প্রেরণ অব্যাহত রেখেছিলেন।

দ্য হেগের আদালত জোনাথন যে ক্লিনিকগুলো পরিদর্শন করেছিলেন তার তালিকা তৈরি করতে এবং তার ধারণকারী শুক্রাণু ধ্বংস করার নির্দেশও দিয়েছেন। এই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি শত শত নারীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন।

আরো পড়ুন: সাপ দিয়ে বডি ম্যাসাজ!

নেদারল্যান্ডসের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি ২৫টি সন্তান জন্ম দিতে শুক্রাণু দান করতে পারেন। তবে এই ২৫টি শিশু সর্বোচ্চ ১২টি পরিবারে থাকতে হবে। কিন্তু আদালত জানিয়েছে, ২০০৭ সালে শুক্রাণু দান শুরু করার পর থেকে জোনাথন ৫৫০ থেকে ৬০০ সন্তানের 'পিতা' হয়েছেন।

এক নারীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে আদালতে হাজির করা হয়। জোনাথনের দান করা শুক্রাণু দিয়ে নারীটিও গর্ভবতী হয়েছিলেন। অভিযোগকারী ওই নারী জানান, জোনাথনের কারণে অনেক শিশু ঘনিষ্ঠ আত্মীয় হয়ে গেছে। যা তারা চায়নি। এটি ভবিষ্যতে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।

আদালতের মতে, জোনাথন তার শুক্রাণু শুধু নেদারল্যান্ডসে নয়, ডেনমার্কের একটি ক্লিনিকেও পাঠিয়েছিলেন। যার মাধ্যমে তিনি অনেককে বিভ্রান্ত করেছেন।

এমএইচডি/ আই.কে.জে/

গর্ভবতী নেদারল্যান্ডস সন্তান জন্মদাতা 'স্পার্ম ডোনেট' আদালত শুক্রাণু দান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন