মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

‘স্যারকে আমার স্বামী আগে মেরেছে, সানজিদার এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আমি সানজিদার সঙ্গে কথা বলিনি। সানজিদা এ ধরনের বক্তব্য দিয়ে ঠিক করেনি। কমিশনারের অনুমতি ছাড়া সে এভাবে বক্তব্য দিতে পারে না।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে ডিএমপি সদর দফতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের স্ত্রী এডিসি সানজিদা আফরিন সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমার স্বামী ছোট একটি বিষয়কে বড় করে তোলেন। হারুন স্যারকে আমার স্বামীই আগে মারধর করেছে।

রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুন এডিসি হারুন অর রশিদের ওপর আগে হামলা চালিয়েছে, ডিবিপ্রধান হারুন অর রশীদের এমন বক্তব্য প্রসঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘তিনি (ডিবি প্রধান) এমন তথ্য কোথায় পেয়েছেন জানি না।

এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, হারুন এই তথ্য কোথায় পেয়েছেন, সেটা হারুন বলতে পারবে। প্রাথমিক তদন্তে আমাদের মনে হয়েছে, এডিসি হারুন এবং ইন্সপেক্টর মোস্তফা বাড়াবাড়ি করেছে। তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। তারপরে আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর কার কতটুকু দোষ, সেই হিসাব করে বিভাগীয় ব্যবস্থা বা অন্য যে কোনো ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারব না।

প্রসঙ্গত, শনিবার রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন। ভুক্তভোগীরা হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।

আর.এইচ/ আই.কে.জে/

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন