বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

লক্ষ্য অর্জনের পর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হবে : ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইসরায়েল তার লক্ষ্য অর্জন করার পর গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ত। প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডের উত্তরাংশে হামাসের জাবালিয়া ও শেজাইয়া ব্যাটেলিয়ন ‘নির্মূল হওয়ার মুখে রয়েছে’ বলে দাবি করেন তিনি। 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গ্যালান্ত বলেন, “লক্ষ্যগুলো অর্জিত হলেই যুদ্ধ শেষ হবে। যুক্তরাষ্ট্র যা করতে বলছে ও মন্তব্য করছে তার সবকিছুই আমি বিবেচনায় নিচ্ছি আর গুরুত্ব দিয়ে গ্রহণ করছি। যুক্তরাষ্ট্র যা করছে (ইসরায়েলি) মন্ত্রিসভার সব সদস্যই তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করছে। 

“আমেরিকানরা যেন আমাদের সাহায্য করতে পারে তার পথ বের করতে সাহায্য করবো আমরা।” হামাসের সঙ্গে জিম্মি নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়ে প্রশ্নে তিনি জানান, তিনি বিশ্বাস করেন ইসরায়েল যদি সামরিক চাপ বাড়ায় তাহলে জিম্মি নিয়ে চুক্তির প্রস্তাব বাড়তে থাকবে।

তিনি বলেন, “আমার বিশ্বাস, আমরা যদি সামরিক চাপ বাড়াই, তাহলে জিম্মি নিয়ে আরও চুক্তির প্রস্তাব আসতে থাকবে আর যদি প্রস্তাব আসতে থাকে আমরা সেগুলো বিবেচনা করবো।”

তিনি জানান, জাবালিয়া ও শেজাইয়ায় ইসরায়েলি বাহিনীগুলো হামাসের শেষ শক্তিকেন্দ্রগুলো ঘিরে ফেলেছে। গত কয়েকদিনে হামাসের কয়েকশ সদস্য আত্মসমর্পণ করেছে।

গ্যালান্ত বলেন, “হামাসের যে ব্যাটেলিয়নগুলোকে অজেয় ভাবা হতো, যারা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি নিয়েছে তারা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পথে রয়েছে।”

তিনি বলেন, “যেই আত্মসমর্পণ করবে, প্রাণে রক্ষা পাবে।”

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যাদের গ্রেপ্তার করেছে তাদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন তিনি। এদের অনেকে ইসরায়েলের চালানো হামাসের ৭ অক্টোবরের হামলায় অংশ নিয়েছিল বলে দাবি করেছেন ।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

এইচআ/  আই.কে.জে


গাজা ইসরায়েল হামাস জিম্মি প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন