ছবি: সংগৃহীত
আলি-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১১ই মে বিশ্ব মা দিবস উপলক্ষে দেওয়া হবে ‘মা পদক ২০২৫’। এবার এ পদকে সম্মানিত হচ্ছেন অভিনেত্রী ডলি জহুর।
ডলি জহুর এ প্রসঙ্গে বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাসহ দেশের বহু সংগঠন থেকে আমি পুরস্কৃত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে, বা নাটকে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য কখনো এমন পুরস্কারে ভূষিত হইনি। যে কারণে পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্বের সঙ্গেই বিবেচিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সারা জীবন অভিনয় করেছি। যখন যে কাজটি করেছি, মন দিয়ে করার চেষ্টা করেছি। কোন কাজ করে কী সম্মানী পাব, সেটা নিয়ে কখনো ভাবিনি। শুধু ভাবনায় ছিল, আমাকে যে চরিত্রটি দেওয়া হয়েছে, সেই চরিত্রে যেন ঠিকঠাক মতো অভিনয়টা করতে পারি। এ দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি অভিনয় করে। অভিনয় ছাড়া আর কিছু পারি না, এখনো অভিনয় করতে ভালো লাগে। যদিও আগের চেয়ে কাজ অনেক কমে গেছে। আমার শরীরটা এ মুহূর্তে ভালো নেই। এরপরও আমি আজীবন অভিনয় করে যেতে চাই।’
এর আগে মা চরিত্রে অভিনয়ের জন্য ২০২২ সালে এ পদক পেয়েছেন অভিনেত্রী শবনম, ২০২৩ সালে পেয়েছেন দিলারা জামান এবং ২০২৪ সালে পেয়েছেন আনোয়ারা।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন