শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত যে পারমাণবিক বোমা ফেলেনি, এটা পাকিস্তানের বুঝতে সময় লেগেছে ৩০-৪৫ সেকেন্ড *** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ

সিনেমা নির্মাণে ইমন সাহা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৫

#

সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। ছবি: সংগৃহীত

কিংবদন্তি সংগীত পরিচালক ও প্রযোজক সত্য সাহার ছেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। গত তিন দশকে সিনেমায় অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। সংগীতের ওপর উচ্চতর পড়াশোনা করেছেন অস্কারজয়ী সংগীত তারকা এ আর রহমানের কাছে।

গানের সঙ্গে নিয়মিত এ মানুষ এবার নতুন পরিচয়ে আসছেন। এবার তিনি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন। আর এর জন্য গত ১লা জুলাই পরিচালক সমিতির সঙ্গে দাপ্তরিক আনুষ্ঠানিকতাও শেষ করেছেন এ সংগীত পরিচালক।

এ সম্পর্কে ইমন সাহা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ আমার জীবনের একটি বিশেষ দিন। অনেক ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় হলে চলচ্চিত্র পরিচালক হব। সময়, সুযোগ, সাহস কোনোটাই হয়ে উঠছিল না। অবশেষে অনেক সাহস করে নিজের প্রযোজনা সংস্থা থেকে উদ্যোগ নিলাম চলচ্চিত্র নির্মাণের।’

নির্মাতা হিসেবে ইমন সাহার প্রথম সিনেমার নাম ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’। সিনেমাটি নির্মাণ প্রসঙ্গে ইমন সাহা বলেন, ‘প্রথমে ভেবেছিলাম স্বল্পদৈর্ঘ্য দিয়ে শুরুটা হোক। পরে ভাবলাম করবই যখন, পূর্ণদৈর্ঘ্যই বা কেন নয়! এরই সূত্র ধরে ১লা জুলাই উপস্থিত হই বাংলাদেশ পরিচালক সমিতির আনুষ্ঠানিক সাক্ষাৎকার পর্বে। পরিচালক হিসেবে আমার নাম নিবন্ধন করতে।’

জানা গেছে, সিনেমাটির মাধ্যমে ইমন সাহা তুলে ধরবেন একটি মিউজিক্যাল জার্নি। তবে এটিতে কারা অভিনয় করবেন বা কবে নাগাদ শুটিং শুরু করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য জানাননি এ সংগীত পরিচালক।

জে.এস/

ইমন সাহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন