মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অনুপম কেমন আছেন, জানালেন নিজের গানে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

গত ২৭শে নভেম্বর প্রাক্তন স্ত্রী পিয়া আর পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ের খবর প্রকাশের পর হইচই পড়ে যায়। সামাজিক মাধ্যম থেকে টলিপাড়া—মন্তব্য, কানাঘুষা আর জল্পনায় বুঁদ থাকে। কিন্তু এই নিয়ে নিজে স্পষ্ট কিছুই বলেননি সংগীতশিল্পী ও গীতিকার অনুপম রায়। 

তবে ‘আমি সেই মানুষটা আর নেই’ হাজারো মানুষের সামনে এই গানেই জানিয়ে দিয়েছেন কেমন আছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক অনুপম। একসময়ের ‘সঙ্গিনী’ সঙ্গ ছেড়ে গিয়েছিলেন অনেক আগে। এবার হাত ধরেছেন বন্ধু ‘পরম’-এর। 

অবশেষে সামাজিক মাধ্যমে ঝলমলে হাসিমুখ নিয়ে হাজির হয়েছেন শিল্পী। কল্যাণী বই উৎসব ২০২৩-এ গানের অনুষ্ঠানে হাজির ছিলেন অনুপম। সেখানে হাজারো শ্রোতা এসেছিলেন তার গান শুনতে।

ফেসবুক ও ইনস্টাগ্রামে সেখানকার ছবি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন গায়ক। ইনস্টাগ্রামে যে ছবি তিনি শেয়ার করেছেন, সেখানে রয়েছে তারই লেখা গানের লাইন, ‘আমি সেই মানুষটা আর নেই’।

আরো পড়ুন: ‘দম’ নিয়ে ফিরছেন চঞ্চল চৌধুরী

প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়কে। সেই সময় বিদেশে ছিলেন অনুপম। সেখান থেকে ফিরে এসেছেন কলকাতায়। গানের অনুষ্ঠানও চলছে। সেখানকার জনসমুদ্রের ছবি ও ধন্যবাদজ্ঞাপনের সঙ্গেই তিনি যে আর আগের মতো নেই সে কথাও যেন ইঙ্গিতে বলেছেন অনুপম।

অনেকেই নব-দম্পতিকে আক্রমণ করতে ছাড়ছেন না। আবার নেট দুনিয়ায় অনেকেই অনুপমের দুঃখে সমব্যাথী হয়েছেন। এরই মাঝে ফের একবার অনুপমের গানে কাঁদলেন গায়কের অনুরাগীরা।

এসি/  আই.কে.জে



অনুপম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন