ছবি: সংগৃহীত
বিবর্ণ ক্যানভাস
-- খোকন কুমার রায়
তুমি কেন গাইছো হেসে
অন্য সুখের গান
জোছনায় গা ভিজিয়ে
করছো এখন স্নান!
তবে কি অন্য ধারায়
দোলে তোমার চোখের তারা
ভুলে গিয়ে আপনজনা
খুঁজে নিও অন্য স্বজন!
তুমি কেন চাইছো আঁকতে
কুয়াশার ক্যানভাসেতে
মেঘ থেকে রং নিয়ে
অন্য সুখের স্বপন!
তুমি কেন চাইছো ভাসতে
অন্য নদীর মোহনাতে
খুঁজবে ঠিক এই আমাকে
পড়বে ঘূর্ণিপাকে যখন!
চারি পাশে রঙের মেলা
ইচ্ছে মতো চাও মিশাতে
যত রং মনের মাঝে
হতেও পারে সব বিবর্ণ!
আরো পড়ুন: কবিতা: রঙের বদল-নীলিমা শীল
খবরটি শেয়ার করুন