ছবি-সংগৃহীত
শরীরে নেই সুতোর লেশমাত্র! বিছানায় উপুড় হয়ে শুয়ে নেহা, ঠেলে বেরিয়ে আসছে স্তন। ‘জগ ঘুমেয়া’ গায়িকার বোল্ড লুক দেখে মাথা ঘুরছে নেটিজেনদের।
নিজের অদ্ভূত ফ্যাশন চয়েসের জন্য মাঝেমধ্যেই ট্রোল হন নেহা ভাসিন। তবে এবার সাহসিকতার মাত্রা ছাড়ালেন নেহা। ইনস্টাগ্রামে ‘টপলেস' ছবি পোস্ট করে ফেললেন হইচই।
গানই তার প্যাশন আর প্রফেশন, তবে গানের পাশাপাশি অভিনয় আর নাচের জগতেও পরিচিত মুখ নেহা। বিতর্কে থাকতে ভলোবাসেন তিনি। এই নারীবাদী গায়িকা বরাবরই সোচ্চার ইন্ডাস্ট্রির অন্দরের ভেদাভেদ নিয়ে।
রিয়ালিটি শো প্রতিযোগী থেকে বলিউডের প্লে-ব্যাক দুনিয়ায় জাগয়া করে নেওয়া। রাস্তাটা সহজ ছিল না নেহার কাছে। ২০০৭ সালে ‘ফ্যাশন’ ছবিতে গান করে আসমুদ্রহিমাচল মাতিয়েছিলেন তিনি। নেহা ভাসিনের গাওয়া ‘কুছ খাস হ্যায়’ গানটি আজও সমান জনপ্রিয়।
সময় যত এগিয়েছে নেহার অদ্ভূত ফ্যাশন চয়েস নিয়ে আলোচনা-বিতর্ক ততই মাথাচাড়া দিয়েছে। সালমান খানের সুলতান ছবির জগ ঘুমেয়া-র মতো ব্লকবাস্টার গানও গেয়েছেন নেহা।
মিটু বিতর্ক যখন মাথাচাড়া দেয় তখন অনু মালিকের বিরুদ্ধে সরব হয়েছিলেন নেহা। সঙ্গীতশিল্পী হয়ে কেন এমন খোলামেলা পোশাক পরেন তিনি? হামেশাই নেটিজেনদের কটাক্ষের মুখোমুখি হন নেহা। পর্নতারকার সঙ্গেও তুলনা করা হয় তাকে।
আরো পড়ুন: পরিচালকরা মেয়েদের শরীরকে বেশি ব্যবহার করেন : পায়েল ঘোষ
কিন্তু তাতে থোড়াই কেয়ার! বিগ বস ওটিটি-তে গিয়ে নেহার জনপ্রিয়তা আরও বেড়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের টপলেস ছবি পোস্ট করেন নেহা। সঙ্গে ফ্লন্ট করলেন হাতের উপর আঁকা কাঁকড়া বিছের ট্যাটু।
বুধবার ইনস্টায় নিজের এই সাহসী ছবি পোস্ট করে কমেন্ট বক্স তালাবন্ধ করে দেন নেহা। নেটিজেনদের বিদ্রুপ কোনওভাবেই হজম করতে চান না তিনি, তা স্পষ্ট।
এসি/ আই.কে.জে