শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস

চলতি মৌসুমে দিনাজপুরে আউশ ধান চাষে বিপ্লব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে দিনাজপুরে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। এবার ১০ হাজার হেক্টর জমিতে উৎপাদিত আউশ ধান থেকে ৩০ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা দেখছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একই সঙ্গে ধানের দামও ভালো পাবেন বলে আশা করছেন কৃষকরা।

অন্যদিকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ, সার, কিটনাশক ও তদারকি পাওয়ায় আগামীতে কৃষকেরা আরও বেশি জমিতে আউশ চাষ করতে আগ্রহী হয়ে উঠবেন বলে আশা করছে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।

সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের কালিকাপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ আবাদ সম্প্রসারণে ৬০ জন কৃষক ৬০ বিঘা জমিতে আউশ চাষ করেছেন। তাদের সবাইকে বীজ সার, কিটনাশক প্রদান করে কৃষি বিভাগ। ব্রিধান ৯৮ জাতের ধান চাষ করা হয়েছে।

কালিকাপুর ব্লকের দায়িত্বে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন সাংবাদিকদের জানান, এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। ধান হেক্টরে ৬ থেকে ৭ মেট্রিক টন ধান উৎপাদন ছাড়িয়ে যাবে।

সদরের কালিকাপুর ব্লকের কৃষক আব্দুল আজিজ জানান, চলতি মৌসুমে ৬৫ শতক জমিতে আউশ ধানের আবাদ করেছেন। কৃষি বিভাগ বীজ বপন, চারা রোপণ তেকে শুরু করে কাঁটা পর্যন্ত সব তদারকি করছে। ফলন বেশ ভালো হয়েছে। আশা করছেন দামও ভালো পাবেন।

আরো পড়ুন:শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে ৫ নির্দেশনা

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ পরিচালক নূরুজ্জামান গণমাধ্যমকে জানান, চলতি আউশ ধান মৌসুমে ১০ হাজার ৪৯০ হেক্টর জমি চাষ হয়েছে। আশা করা হচ্ছে এবার দিনাজপুরে উৎপাদিত আউশ ধান থেকে ৩০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে। প্রায় ৫০০ হেক্টর জমির আউশ ধান কাটা হয়েছে। ফলন কি পরিমাণ হয়েছে তা নির্ধারণের জন্য রোববার সদর উপজেলার কালিকাপুর ব্লকে নমুনা কর্তন করা হবে ।

এম/


দিনাজপুর ধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250