মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চলমান আন্দোলন দমানো যাবে না: ১২ দলীয় জোট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন অনিবার্য বলে মন্তব্য করেছে ১২ দলীয় জোট। পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেও জনগণের চলমান আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জোটটি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এসব মন্তব্য করে ১২ দলীয় জোট।

জোটের নেতৃবৃন্দ বলেন, যে মুহূর্তে দেশবাসীর অনাস্থা ও সরকার পতনের একদফা আন্দোলনে সরকারের ভিত কেঁপে যাচ্ছে সেই সময়ে বিরোধীদলের শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে জনগণের এই আন্দোলন দমানো যাবে না। সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি শেখ হাসিনার বিনাভোটে অবৈধভাবে নির্বাচিত মানবতাবিরোধী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের পাশে দাঁড়িয়েছে।

তারা আরও বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন অনিবার্য। অপকর্মের হোতাদের পালানোর পথ থাকবে না। অত্যাচার, নির্যাতন ও দমন-পীড়ন বন্ধ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি দেয়ার আহ্বান জানান জোটের নেতারা।

এসকে/ 

বিএনপি আন্দোলন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন