ছবি: সংগৃহীত
সরকারের পদত্যাগসহ ছয় দফা দাবিতে সারা দেশে ১৩ অক্টোবর থেকে ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট। ওই দিন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশের মাধ্যমে তাঁদের এ কর্মসূচি শুরু হবে। ২৪ নভেম্বর শেষ কর্মসূচি হবে ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ।
আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রজোটের পক্ষ থেকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন জোটের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি সাদেকুল ইসলাম। তিনি বলেন, ছাত্রসমাজসহ সর্বস্তরের জনগণ ফ্যাসিবাদী দুঃশাসন থেকে মুক্তি চাইছে। বর্তমান ফ্যাসিবাদী দুঃশাসনের ভয়াবহতাকে রুখতে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম প্রয়োজন। গণতান্ত্রিক ছাত্রজোট ছাত্র-শিক্ষক-শ্রমিক-কৃষকসহ সব শ্রেণি-পেশার মানুষকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানায়।
সরকারের পদত্যাগ ছাড়া জোটের অন্য পাঁচ দাবি হলো সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, গণতান্ত্রিক এবং একই ধারার শিক্ষানীতি প্রণয়ন ও জাতীয় শিক্ষাক্রম-২০২১ বাতিল, কাগজ-কলমসহ শিক্ষা উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাস-দখলদারত্ব বন্ধ করা ও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, সাইবার নিরাপত্তা আইন ও অত্যাবশ্যকীয় পরিষেবা বিল-২০২৩ বাতিল, শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দেওয়া এবং রাষ্ট্রীয়ভাবে গুম-খুন-নির্যাতন এবং বিনা বিচারে মানুষ হত্যা বন্ধ করা, পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন বন্ধ করা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করা।
এসব দাবি আদায়ে দেশব্যাপী ছাত্রসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। এগুলো হলো ১৩ অক্টোবর চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ, ১৫ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাবেশ, ৪ নভেম্বর রংপুরে বিভাগীয় সমাবেশ, ৫ নভেম্বর বগুড়ায় সমাবেশ, ৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবেশ, ১১ নভেম্বর বরিশালে বিভাগীয় সমাবেশ, ১৭ নভেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশ, ১৮ নভেম্বর ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ ও ২৪ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ।
সংবাদ সম্মেলনে জোটভুক্ত সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক, ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিবুল রনি, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
একে/