বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা *** ভোটের দিন গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি ইসির *** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ *** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর

জেলে মিলবে ফুচকা-আইসক্রিম, থাকছে চুল রঙের সুবিধা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

বিভিন্ন অপরাধের সাজা হিসেবেই সাধারণত কাউকে কারাবাস দেওয়া হয়, থাকতে হয় জেলে। অধিকাংশ জেলে বন্দীদের থাকা–খাওয়ার পরিবেশ খুব একটা ভালো থাকে না। তবে বর্তমানে অনেক জেলে বিভিন্ন সুব্যবস্থা চালু হচ্ছে।

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের জেলের নানা সুব্যবস্থার আয়োজনের খবর ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

জেলে বন্দীদের জন্য নানা সুযোগসুবিধার ব্যবস্থা করতে চলেছে মহারাষ্ট্রের কারা কর্তৃপক্ষ। সেখানে ফুচকা থেকে শুরু করে আইসক্রিমসহ একাধিক খাবারের ব্যবস্থা থাকছে। সেই সঙ্গে থাকছে চুলে রঙ করার ব্যবস্থাও। জেলের ক্যানটিন থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন বন্দীরা। তবে নির্দিষ্ট কিছু সামগ্রীই মিলবে সেখানে। ওই জেলের মধ্যে পাওয়া যাবে প্রায় ২০০ ধরনের জিনিস। আগে এত সামগ্রী পাওয়া যেত না। 

জেলের শতাধিক জিনিসের মধ্যে রয়েছে নানা পদের খাবার। সেই তালিকায় রয়েছে ফুচকা বা পানি পুরি, আচার, আইসক্রিম, পিনাট বাটারে ইত্যাদি। এ ছাড়া কফি পাউডার বা সুগারফ্রি মিষ্টিও পাওয়া যাবে জেলের অন্দরেই। শুধু খাবারই নয়, জেলে পাওয়া যাবে দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন সামগ্রী। শর্টসের পাশাপাশি টিশার্ট কিনতে পারেন বন্দীরা। পাওয়া যাবে ফেস ওয়াশ, চুলের রং। সিগারেট ও মদের নেশা কাটাতে নিকোটিন সমৃদ্ধ ট্যাবলেটও পাওয়া যাবে জেলের মধ্যে। সবমিলিয়ে ১৭৩টি জিনিসের তালিকা তৈরি করেছে মহারাষ্ট্রের কারা অধিদপ্তর।

জেলের কর্মকর্তা অমিতাভ গুপ্ত জানান, ‘বেশি বিধিনিষেধ থাকলে বন্দীদের মানসিক অবস্থা খারাপ হতে পারে। যদি হাতের নাগালে বেশ কিছু জিনিস পাওয়া যায়, তাহলে সামগ্রিকভাবে তাদের মানসিক অবস্থার উন্নতি হবে।’ 

তবে এই খবর প্রকাশ্যে আসার পরই আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। অনেকের প্রশ্ন, বন্দীদের জন্য এত আয়োজন করার কী দরকার। কারও মতে, কারাগার যেন পিকনিক স্পট হয়ে উঠেছে। সাধারণ মানুষের করের টাকায় এমন আয়োজন বাড়াবাড়ি মনে করছেন অনেকে। 

সূত্র:টাইমস অব ইন্ডিয়া

ওআ/





আইসক্রিম ফুচকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন