মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুই দফায় বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সচল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দুই দফায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২৫শে ডিসেম্বর) সকাল ৮ টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে কর্তৃপক্ষ ফেরি চলাচল শুরু করে।

এর আগে নৌপথে দুর্ঘটনা এড়াতে রোববার (২৪শে ডিসেম্বর) রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। মাঝে কুয়াশার ঘনত্ব কমে গেলে ভোর ৫টার দিকে কিছু সময়ের জন্য চালু হলেও আবারো বন্ধ করা হয় ফেরি চলাচল। 

আরো পড়ুন: রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, আটক ৩

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, রোববার রাত ১০টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশা পড়তে শুরু করে।রাত দেড়টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। আজ (২৫শে ডিসেম্বর) সকাল ৮টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এইচআ/ এসি

সচল ফেরি দৌলতদিয়া-পাটুরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250