শনিবার, ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খেলাধুলা শিশু ও তরুণদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে: প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে ‘জিহাদের’ আহ্বানে বিরল ‘ফতোয়া’ জারি *** ‘দুই নেতার বৈঠকের পর সম্পর্কের বরফ কতটা গলছে’ *** আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, আমরা সব সময় সম্মান করি: ইউনূসকে মোদি *** এখন থেকে কাদের সিদ্দিকী ‘জয় বাংলা’ বলবেন যে কারণে *** এবার ঈদের ছুটিতে ৭ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী *** বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি *** আমেরিকান শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক আহ্বান *** এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আলোচনার শীর্ষে ঋষভ পন্ত *** ট্রাম্প আরোপিত শুল্ক মোকাবিলায় উপায় খুঁজছে বাংলাদেশ

দুবাইয়ে সোনার দোকান উদ্বোধন করলেন সাকিব-আশরাফুল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টির পর শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগও শেষ করেছেন। এবার দেশে ফিরে ওয়ানডে দলের দায়িত্ব নেওয়ার পালা। দুবাই থেকে এরই মধ্যে দেশের উদ্দেশে উড়ালও দিয়ে ফেলার কথা সাকিব আল হাসানের। ঢাকায় নামার কথা আজ বিকেলে।

শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার আগে সাকিব কেন দুই দিনের সফরে দুবাইয়ে গিয়েছিলেন, সেটি এরই মধ্যে অনেকের জানা। তিনি গিয়েছিলেন দুবাইয়ের বিখ্যাত সোনার বাজার ‘গোল্ড সুকে’ সোনার কারবারি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারির হোলসেল কার্যালয় উদ্বোধন করতে। এনআরআই জুয়েলারির মালিক তিন দুবাইপ্রবাসী বাংলাদেশি নজরুল, রাসেল ও ইব্রাহিম। তাঁদের নামের আদ্যক্ষর দিয়েই প্রতিষ্ঠানের নাম এনআরআই।

গত মার্চে সাকিব দুবাইয়ে গিয়েছিলেন আরেকটি সোনার দোকান উদ্বোধন করতে। সেই প্রতিষ্ঠানের মালিক ছিলেন বিতর্কিত বাংলাদেশি ব্যবসায়ী আরাভ খান। তাঁর প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে গিয়েছিলেন সাকিব। সে জন্য কম বিতর্ক হয়নি তাঁকে নিয়েও। তবে সাকিবের এবারের দুবাই–যাত্রায় পরিস্থিতি একটু ভিন্নই ছিল বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

এনআরআই জুয়েলারির কার্যালয় উদ্বোধনে সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। তাঁদের একনজর দেখতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি ভিড় করেছিলেন গোল্ড সুকে। উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমানে তিন সংস্করণের ক্রিকেটেই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান আমিরাতপ্রবাসী বাংলাদেশিদের প্রতি সততার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২১ আগস্ট) দেশে ফিরে আগামী দুই-এক দিনের মধ্যেই এশিয়া কাপের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। ২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সাকিবের কথায় এসেছে সে প্রসঙ্গও, ‘সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি।’

আর.এইচ

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন