শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

দুবাইয়ে সোনার দোকান উদ্বোধন করলেন সাকিব-আশরাফুল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টির পর শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগও শেষ করেছেন। এবার দেশে ফিরে ওয়ানডে দলের দায়িত্ব নেওয়ার পালা। দুবাই থেকে এরই মধ্যে দেশের উদ্দেশে উড়ালও দিয়ে ফেলার কথা সাকিব আল হাসানের। ঢাকায় নামার কথা আজ বিকেলে।

শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার আগে সাকিব কেন দুই দিনের সফরে দুবাইয়ে গিয়েছিলেন, সেটি এরই মধ্যে অনেকের জানা। তিনি গিয়েছিলেন দুবাইয়ের বিখ্যাত সোনার বাজার ‘গোল্ড সুকে’ সোনার কারবারি প্রতিষ্ঠান এনআরআই জুয়েলারির হোলসেল কার্যালয় উদ্বোধন করতে। এনআরআই জুয়েলারির মালিক তিন দুবাইপ্রবাসী বাংলাদেশি নজরুল, রাসেল ও ইব্রাহিম। তাঁদের নামের আদ্যক্ষর দিয়েই প্রতিষ্ঠানের নাম এনআরআই।

গত মার্চে সাকিব দুবাইয়ে গিয়েছিলেন আরেকটি সোনার দোকান উদ্বোধন করতে। সেই প্রতিষ্ঠানের মালিক ছিলেন বিতর্কিত বাংলাদেশি ব্যবসায়ী আরাভ খান। তাঁর প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে গিয়েছিলেন সাকিব। সে জন্য কম বিতর্ক হয়নি তাঁকে নিয়েও। তবে সাকিবের এবারের দুবাই–যাত্রায় পরিস্থিতি একটু ভিন্নই ছিল বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

এনআরআই জুয়েলারির কার্যালয় উদ্বোধনে সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। তাঁদের একনজর দেখতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি ভিড় করেছিলেন গোল্ড সুকে। উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমানে তিন সংস্করণের ক্রিকেটেই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান আমিরাতপ্রবাসী বাংলাদেশিদের প্রতি সততার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২১ আগস্ট) দেশে ফিরে আগামী দুই-এক দিনের মধ্যেই এশিয়া কাপের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের। ২৬ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সাকিবের কথায় এসেছে সে প্রসঙ্গও, ‘সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি।’

আর.এইচ

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250