ছবি: সংগৃহীত
নাগাল্যান্ড সিএডব্লিউডি এবং ট্যাক্সের উপদেষ্টা কুদেচো খামো ৫ জুন কোহিমায় তার বাসভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে ফেক জেলার ১৮তম চোজুবা এসি থেকে আন্তর্জাতিক বেল্ট কুস্তি পদক বিজয়ী এবং এইচএসএলসি এর টপারদের সম্মানীত করেন।
খামো ছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেউই স্কুল কোহিমার চেয়ারপারসন, নেবুনুও কে কাটসো এবং মিনিস্টার হিল কোহিমার চাখেসাং ব্যাপ্টিস্ট চার্চের সিনিয়র যাজক, রেভ ড. ভেভো ফেসাও।
আরো পড়ুন: চীনের একাডেমিতে ডাক পেয়েছেন ফুটবলার আঁখি
এম এইচ ডি/আইকেজে